১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

সিলেটের অনাকাক্সিক্ষত রেকর্ড

-

গতকাল বিপিএলে জয়ের জন্য শেষ দুই ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল ২৪ রান। মেহেদী হাসান রানা এক ওভারেই দিলেন ১৯। সেটিই গড়ে দিয়েছে পার্থক্য। দুই শ’র কাছাকাছি পুঁজি নিয়েও হেরেছে সিলেট সিক্সার্স। রানা নাম লিখিয়েছেন অনাকাক্সিক্ষত এক রেকর্ডে। বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড স্পর্শ করলেন তিনি।
কিছু দিন আগেই রেকর্ড গড়েছিলেন সিলেটেরই আরেক পেসার আল-আমিন হোসেন। গত ৯ জানুয়ারি ঢাকায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে আল-আমিন ৪ ওভারে দিয়েছিলেন ৫৭ রান। সিলেটে গতকাল রংপুরের বিপক্ষে রানাও ৪ ওভারে দিয়েছেন ঠিক ৫৭ রান। মজার ব্যাপার হলো তারা কেউই উইকেটের দেখা পাননি।
এর আগে বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড ছিল যৌথভাবে দিলশান মুনাবীরা ও কামরুল ইসলাম রাব্বীর। আরো মজার ব্যাপার হলোÑ তারা উভয়েই ছিলেন সিলেটের খেলোয়াড়। অবশ্য তখন ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল সিলেট সুপার স্টার্স। ২০১৫ বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন সিলেটের হয়ে খেলা শ্রীলঙ্কার মুনাবীরা। গত বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভারে ৫৪ রান দিয়ে মুনাবীরার রেকর্ড ছুঁয়ে ফেলেন রাব্বী।


আরো সংবাদ



premium cement