২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

চাহাল-ধোনিতে ওয়ানডের ট্রফিও ভারতের

-

সুযোগ পেয়েই বাজিমাত চাহালের। লুফে নিলেন অস্ট্রেলীয়দের ‘স্পিন জুজ’-এর অ্যাডভান্টেজ।
ঘূর্ণি বলের মায়াবী জাদু প্রদর্শনে যুগেন্দ্র চাহালের বিরল রেকর্ডের উচ্ছ্বাসের অসহায় দর্শক স্বাগতিকেরা হজম করেছে ওয়ানডেতেও হারের দুঃস্বপ্ন। শেষ পর্যন্ত বিফলেই গেল সীমিত ওভারের ট্রফির উদ্বোধনীর দাপুটে জয়। গতকাল এমসিজিতে চাহালের স্পিন ম্যাজিকের পর ধোনি-কেদার যাদভের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডের শিরোপা উৎসবেও ভারত। পরাজয়ের ৩ ম্যাচের সিরিজের সূচনা সত্ত্বেও তারা সফরে তাদের দ্বিতীয় ট্রফি নিশ্চিতে ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকায় উদ্ভাসিত চাহালের মাইলফলক রচনায় বোলিং ফিগার। তার ৬ উইকেট শিকারের দুঃস্বপ্নের ফাঁদে আটকা স্বাগতিকদের ট্রফিবঞ্চিতের আনুষ্ঠানিকতা দারুণ দৃঢ়তায় সম্পন্ন করেন ধোনি।
সাবেক অধিনায়ক এম এস ধোনির অপরাজিত ৮৭ রানে দায়িত্বশীল ইনিংসেই শেষ ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়ে দেয় অসিদের। টানা দুই খেলার সাফল্যে নিশ্চিত সফরকারীদের ২-১ ব্যবধানে ওয়ানডের সিরিজ জয়। রান খরার ফাঁদে ২০১৮ সালের অতিক্রম সমালোচিত ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি নতুন বছরের সূচনাতেই নিজেকে ফিরে পেয়েছেন । ট্রফির রেসে টিকে থাকার দ্বিতীয় ম্যাচে তিনিই ভারতের ফিনিশারের দায়িত্ব পালন করেন। টেস্টের পর সফরকারীদের ওয়ানডের জয়োৎসবও নিশ্চিত করেছে তার দুর্দান্ত এক ইনিংস। জয়ের জন্য ২৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ধোনির অনবদ্য ৮৭-তে ভারত কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে।
চতুর্থ উইকেটে সাবেক দলনায়কের নিয়ে কেদার যাদভের অবিচ্ছিন্ন ১২১ রানের জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অঘোষিত ফাইনাল খ্যাত সিরিজনির্ধারণী ম্যাচের চূড়ান্ত ফলাফলে। মূলত স্বাগতিকেরা ট্রফির রেস থেকে ছিটকে যায় চাহালের শ্রেষ্ঠ বোলিং ফিগার রেকর্ডের উচ্ছ্বাস। সিরিজের প্রথম দুই ওয়ানডের দর্শক ভারতীয় স্পিনারের ঘূর্ণিতেই বিধ্বস্ত অসি ব্যাটিংলাইন।
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সীমিত ওভারের ৬২২ ম্যাচের ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে তিনি ৬ বা ততোধিক উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। ৪২ রানে তার ৬ উইকেটের শিকারে অসিরা ২৩০-এ অলআউট ৮ বল অবশিষ্ট থাকতে। হ্যান্ডসকম্ব করেন সর্বোচ্চ ৫৮ রান।
লো-স্কোরিং খেলায় প্রত্যাশিত চেজের স্বপ্নপূরণে ব্যর্থ ভারতীয়দের ত্রাতার ভূমিকায় উদ্ভাসিত ধোনি কেদার যাদভ। ১১৪ বলে সময় উপযোগী অপরাজিত ৮৭ রানের উইলো উপহার দেন ধোনি। বাউন্ডারি হাঁকান ৬টি। অ্যাটাকিং ব্যাটিংয়ে যাদভ নটআউট থেকে যান ৫৭ বলে ৬১ রান করে। ৭টি বাউন্ডারিতে সাজান ইনিংস ।
সংক্ষিপ্ত স্কোর:
টস: ভারত
অস্ট্রেলিয়া : ২৩০/১০ (৪৮ দশমিক ৪ ওভার)
ভারত : ২৩৪/৩ (৪৯ দশমিক ২ ওভার)
ফল : ভারত ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : যুগেন্দ্র চাহাল
ম্যান অব দ্য সিরিজ : এম এস ধোনি
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত


আরো সংবাদ



premium cement