২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইন্দো-বাংলা উশু মার্চে

-

দুই বাংলার সৌহার্দ্যপূর্ণ ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস এখন অনিয়মিত। উশু দিয়ে সেই সৌহার্দ্য পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ উশু ফেডারেন। আগামী মার্চের শেষ দিকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই বাংলার উশুকাদের অংশগ্রহণে ইন্দো-বাংলা উশু টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন। তার কথায়, ‘আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল গেমস থেকে আসার পথে কলকাতায় উশু কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। ইভেন্ট ঠিক করার জন্য উনারা ফেব্রুয়ারিতে আসবেন। মার্চের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।’
এ দিকে আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল গেমসে আটটি স্বর্ণপদক ও একটি রুপা জিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেন লাল-সবুজের ক্রীড়াবিদেরা। পাঞ্জাবের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি জিমনেশিয়ামে অনুষ্ঠিত গেমসের পুরুষ বিভাগে তাউলু ডিসিপ্লিনের চাংচুয়াং ও কুনসু ইভেন্টে সেনাবাহিনীর রাসেল দু’টি, -৮০ কেজিতে বিজিবির নাজমুল হোসেন, -৭৫ কেজিতে একই সংস্থার সেলিম, -৭০ কেজিতে আনসারের লিটন ও -৫৬ কেজিতে সেনাবাহিনীর সজীব হোসেন স্বর্ণপদক জেতেন। মহিলা বিভাগে -৫২ কেজিতে সেনাবাহিনীর ফাহমিদা ও ৬৫ কেজিতে একই সংস্থার ইতি ইসলাম স্বর্ণপদক এনে দেন।
মার্চে গেমসের ব্যাপারে দুলাল হোসেন আরো জানান, ‘সাধারণত উশুতে ৪০টি ইভেন্ট। কলকাতা থেকে ওরা আসার পর আলোচনা করব কয়টি ইভেন্ট করা যায়। অতগুলো ইভেন্ট করা সম্ভব হবে না। চেষ্টা করব ১৬-২০টি ইভেন্ট রাখতে। যেগুলোতে আমাদের খেলোয়াড়েরা ভালো করবে সেগুলোই রাখতে চেষ্টা করব।’


আরো সংবাদ



premium cement