১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

দাপুটে ব্যাটিং কোহলির

-

দ্বিতীয় টেস্টেই স্বমহিমায় ব্যাটসম্যান বিরাট কোহলি। অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতীয়দেরও চমৎকার সূচনা পার্থ টেস্টের প্রথম ইনিংসে। শুরুর বিপর্যয় সামলে সফরকারীরা ঘুরে দাঁড়িয়েছে কোহলি-রাহানের দৃঢ়তায়। গতকাল ৩ উইকেটে ১৭২ রানে পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ড্রেসিংরুমে ফিরেছে ভারত। দলটি এখনো পিছিয়ে রয়েছে ১৫৪ রানে। হাতে অবশিষ্ট ৭ উইকেট। সেঞ্চুরির উত্তাপেই দ্বিতীয় দিন শেষে মাঠ ছেড়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শে তার প্রয়োজন আর মাত্র ১৮ রান। কোহলির অনবদ্য ৮২-তে ভর দিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের রেসে দারুণভাবেই ঘুরে দাঁড়ায় ভারত। কম যাননি অজাঙ্কা রাহানেও। ৫১ রানে অপরাজিত থেকে যান ভারতীয় মিডল অর্ডারের তারকা ব্যাটসম্যান।
পার্থের উইকেটে সফরকারী ভারতের দাপুটে ব্যাটিং পারফরম্যান্সের আগে লো-অর্ডারের লড়াকু নৈপুণ্যে তিনশোর কোটা পেরিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ। অলআউটের আগে দলটি স্কোর বোর্ডে দাঁড় করায় ৩২৬ রান। টিম পেইন উপহার দেন ৩৮ রানের মূল্যবান উইলো। ৪১ রানে ৪ উইকেট নেন ইশান্ত শর্মা।
স্বাগতিক অস্ট্রেলিয়ার তিনশো প্লাস সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয় হজম ভারতের। দলীয় ৮ রানেই দুই ওপেনারকে হারায় দলটি। ইনিংসের ৩১ বলেই দুই তারকা ব্যাটসম্যান বিজয়-রাহুলের বিদায়ের দুঃস্বপ্ন পেছনে ফেলতে দৃশ্যপট দখলে নেন ভারতীয় দলনায়ক কোহলি। তৃতীয় উইকেটে পুজারাকে নিয়ে গড়েন ৭৪ রানের লড়াকু পাটনারশিপ। চা-বিরতির পর স্বাগতিকদের ব্রেক-থ্রু দেন মিচেল স্টার্ক। আউট করেন পুজারাকে ব্যক্তিগত ২৪-এ। তবে স্বাগতিক বোলারদের দর্শক বানিয়ে দিনের অবশিষ্ট সময় দাপুটে ব্যাটিংয়ে কাটান কোহলি-রাহানে। তাদের দুইজনের অবিচ্ছিন্ন ৯০ রানের জুটিতে দ্বিতীয় দিনের চমৎকার সমাপ্তি ভারতের। ১৮১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান কোহলি।

 

 


আরো সংবাদ



premium cement