২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ওয়েলিংটনে লড়াকু শ্রীলঙ্কা

-

লড়াকু লঙ্কা। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট প্রদর্শনের ইঙ্গিত এশিয়ান দলটির। সিনিয়র ব্যাটসম্যানদের দৃঢ়তায় খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ওয়েলিংটনে পাঁচ দিনের ফরম্যাটের ট্রফির লড়াইয়ে সূচনায় বিপর্যস্ত দলটির শেষ রক্ষায় দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য করুনারত্মে, ম্যাথুস ও ডিকওয়েলার। অপেক্ষাকৃত অভিজ্ঞ ব্যাটসম্যানদের লড়াকু ক্রিকেটে দলটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে শুরুর বিপর্যয় কাটিয়ে। গতকাল প্রথম ইনিংসে ৯ উইকেটে সফরকারীদের সংগ্রহ ২৭৫ রান।
পেসার টিম সাউদি তোপে টেস্ট সিরিজের দুর্দান্ত সূচনার উৎসবে নিউজিল্যান্ড। তার একার তাণ্ডবেই দলীয় ৯ রানে শীর্ষ ৩ উইকেট পতন লঙ্কার। দুঃস্বপ্নের সূচনা থেকে সফরকারীদের পুনরুদ্ধারে এগিয়ে আসেন করুনারত্মে। তাকে সহায়তায় দৃশ্যপটে অভিজ্ঞ ম্যাথুস। চতুর্থ উইকেটে তাদের দুইজনের ১৩৩ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে নেয় লঙ্কা। ব্যক্তিগত ৭৯ রানে করুনারত্মের বিদায়ের পর ম্যাথুসও সাজঘরে ফেরেন সেঞ্চুরির সম্ভাবনা বাস্তবায়নের ব্যর্থতা কাঁধে করে। ২৫ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানের উইকেট হারানো লঙ্কার হয়ে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন ডিকওয়েলা। একপ্রান্ত আগলে রেখে তিনি অপরাজিত ৭৩-এ মাছ ছাড়েন। ৯১ বলের অ্যাটাকিং ইনিংসটিতে ১০টি বাউন্ডারি হাঁকান লঙ্কান ব্যাটসম্যান।

 


আরো সংবাদ



premium cement