২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পার্থেই সমতা প্রতিষ্ঠার প্ল্যানে অস্ট্রেলিয়া

-

দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ানোর মাস্টার প্ল্যানে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। পার্থের ওয়াকা স্টেডিয়ামের উইকেটের বিধ্বংসী পেস-বাউন্সকে স্বাগতিকদের জন্য অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ। ফলে মাঠের লড়াইয়ের আগে তুলনামূলক অনভিজ্ঞ স্কোয়ার্ডের সদস্যদের মানসিকভাবে সতেজ করার কাজটির প্রতিই জোর গুরুত্ব দিচ্ছেন লাঙ্গার। তার বিশ্বাস, পার্থেই সিরিজে কামব্যাকের সবচেয়ে সহজ সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার জন্য। গত সোমবার ৪ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে জয়োৎসবে টেস্ট ফরম্যাটের ট্রফির রেসে সূচনার কৃতিত্বও গড়েছে সফরকারীরা। সিরিজে কামব্যাকের প্রশ্নে পার্থের পেস-বাউন্সি উইকেটকে অ্যাডভান্টেজ ধরে নিয়ে গেমপ্ল্যান চূড়ান্ত করছে স্বাগতিকেরা।
মাত্র তিন দিনের বিরতি অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্টের আগে। ১৪ ডিসেম্বর পার্থের ওয়াকা গ্রাউন্ডে দল দু’টি শুরু করবে দ্বিতীয় টেস্টের দ্বৈরথ। দ্বিতীয় টেস্টের আগে তিন সুপারস্টার সমন্বিত পেস অ্যাটাককে সতেজ করে তোলার প্ল্যানে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ল্যাঙ্গার। মূলত প্রথম টেস্টে পারফরম করার চ্যালেঞ্জে হতাশ করেননি স্বাগতিকদের দিন পেসার স্টার্ক, হ্যাজলহুড ও প্যাট কুমিন্স। তবে তিন দিনের বিরতিতে দ্বিতীয় টেস্টের সূচনা কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ান পেস অ্যাটাকের দ্বিতীয় টেস্টের সতেজ সূচনায়।
ল্যাঙ্গার বলেন, ‘দুই দিনের অফ ডে পেয়েছেন পেসাররা। তাদের বিরতি তিন-চার দিনও হতে পারব। তবে ভারতও একই সমীকরণে শুরু করবে দ্বিতীয় টেস্ট। ফলে দুই দলের জন্যই একই ব্যাকগ্রাউন্ডে শুরু হবে পার্থ টেস্ট। আমি নিশ্চিত দারুণ এক ম্যাচ হবে দ্বিতীয় টেস্টে। টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে দ্বিতীয় টেস্টের। সর্বোপরি আমার বিশ্বাস অসি বোলাররা তাদের দায়িত্ব আসছে টেস্টে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন।’
অ্যাডিলেড টেস্টে অসিদের ব্যর্থতায় মুখ্য ভূমিকা রেখেছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। বিশেষ করে স্বাগতিক টপঅর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে নামের প্রতি সুবিচার করতে। সীমিত ওভারের সুপারস্টার অ্যারন ফিঞ্চ দুই ইনিংসেই। মূলত লোঅর্ডারের লড়াকু নৈপুণ্যেই অ্যাডিলেড টেস্টের লড়াই পঞ্চম দিনে নিয়ে যেতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

 


আরো সংবাদ



premium cement