২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রথম হার ম্যানসিটির

-

একচেটিয়া খেলেও শেষ রক্ষা হয়নি ম্যানসিটির। স্ট্যাম্পফোর্ড ব্রিজ সফরে মওসুমের প্রথম হার হজমের ফাঁদে পেপ গার্ডিওলার দল। শনিবার পশ্চিম লন্ডনে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ খেলায় স্বাগতিক চেলসি ২-০ গোলে জিতেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। পুরো ম্যাচেই একক আধিপত্য বজায় রাখলেও গোলমুখে ব্যর্থতায় ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখার রেসে
মওসুমের প্রথম হার এড়াতে পারেনি চ্যাম্পিয়নরা। সার্জিও অ্যাগুয়েরোর ইনজুরিতে পেপ গার্ডিওলার ফলস নাইন হিসেবে স্টারলিংকে খেলানোর সিদ্ধান্ত সুফল বয়ে আনতে ব্যর্থ হয় সফরকারীদের জন্য। স্ট্যাম্পফোর্ড ব্রিজের আলোচিত খেলার হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হাতছাড়া হয়েছে দ্য সিটিজেন খ্যাত ম্যানসিটির। দুইয়ে অবনমন হয়েছে তাদের। নিজেদের খেলায় দাপুটে জয়ের সুফল হিসেবে শীর্ষস্থান দখলে উচ্ছ্বাস অল রেড খ্যাত লিভারপুলের। দলটি অ্যাওয়ে খেলার চ্যালেঞ্জে ৪-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক বোর্নমাউথকে।
অল ব্লুজ খ্যাত চেলসি সফরে মওসুমের প্রথম পরাজয়ের দুঃস্বপ্ন হজমে ১৬ খেলা শেষে ম্যানসিটির সংগ্রহ ৪১ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট অর্জন অল রেডের। দ্য সিটিজেনের বিপক্ষে দুর্দান্ত জয়ে শীর্ষ চারের রেসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেলসিও। ১৬ খেলায় ৩৪ পয়েন্ট সংগ্রহ ব্লুজের। তাদের সাথে ব্যবধান ২ পয়েন্টে নেমে এসেছে তৃতীয়স্থান থাকা টটেনহামের। শনিবার নিজেদের খেলায় দাপুটে জয়োৎসব করেছে রেড ডেভিলস খ্যাত ম্যানইউ। হোম ভেনু ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে আক্রমণভাগের দাপুটে ফুটবলে নিশ্চিত হয় তাদের একতরফা জয়। ডেভিলসের মোকাবেলায় ৪-০ গোলে বিধ্বস্ত সফরকারী ফুলহাম। শেষ তিন ম্যাচে প্রথম জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দুই ধাপ উপরে উঠেছে ম্যানইউ। ১৬ খেলায় দলটির সংগ্রহ ২৬ পয়েন্ট। ৬ নম্বরে অবস্থান করছে হোসে মরিনহোর দল।
চেলসি সফরের হাইভোল্টেজ খেলার ফিটনেস টেস্ট পাড়ি দিতে ব্যর্থ হন সার্জিও অ্যাগুয়েরো। বাড়তি স্নায়ুচাপের ম্যাচটিতে তার মতো অভিজ্ঞ স্ট্রাইকারের অনুপস্থিতি নড়বড়ে করে দেয় ম্যানসিটির আক্রমণভাগের ব্যালান্স। মাঠের লড়াইয়েও বিষয়টি পরিষ্কার হয়েছে। বল পজিশনে একক আধিপত্য সত্ত্বেও চেলসির গোলমুখে প্রভাব বিস্তারে ব্যর্থ হয় সফরকারীরা। তাদের অসহায়ত্বের সুযোগ কাউন্টার অ্যাটাকে লুফে নেয়ায় ভুল করেনি স্বাগতিক দলটি। ৪৫ মিনিটে ব্লুজদের এগিয়ে দেন বিশ্বকাপ জয়ী ফরাসি প্লে-মেকার কান্তে। নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট আগে স্বাগতিকদের পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ডেভিড লুইজের গোলে।

 


আরো সংবাদ



premium cement