২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ডাচ উত্থানে সেমির দর্শক ফ্রান্স

জয়শূন্য সমাপ্তি জার্মানির
-

জার্মানি সফরেও চমক তারুণ্যনির্ভর নেদারল্যান্ডসের। তাদের অবিশ্বাস্য কামব্যাকে ইতিহাসের প্রথম নেশনস লিগের নকআউটের দর্শক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। লিগ এ’র ১ নম্বর গ্রুপের শেষ খেলায় ২ গোলে পিছিয়ে পড়ার পরও শ্বাসরুদ্ধকর কামব্যাকে বাজিমাত তারুণ্যে উজ্জীবিত ডাচদের। দলটির বিপক্ষে নিশ্চিত জয়ের খেলার শেষ মুহূর্তের দুঃস্বপ্ন হজমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে জার্মান ফুটবল। ইতোমধ্যেই বি লিগে রেলিগেশনের লজ্জার ফাঁদে আটকা ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা উঁচু মস্তকে নেশনস লিগের সমাপ্তির সুবর্ণ সুযোগও লুফে নিতে ব্যর্থ হয়েছে। সোমবার হোম ভেনুতে টুর্নামেন্টের শেষ খেলায় তাদের চমৎকার পারফরম্যান্স পুরোপুরিই বিফলে পর্যবসিত নেদারল্যান্ডসের অবিম্মরণীয় কামব্যাকে। প্রথমার্ধের ১৯ মিনিটের মধ্যে ২ গোল হজমের দুঃস্বপ্ন ৫ মিনিটের বিধ্বংসী এক স্পেলে পেছনে ফেলে চতুর্থ দল হিসেবে নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিতের বাঁধ ভাঙা উম্মাদনা সফরকারীদের।
বুন্দেসলিগার লিগার প্রতিনিধি শালকে জিরো ফোর-এর হোম ভেনু ভেলটিনস অ্যারিনায় অনুষ্ঠিত খেলায় ডাচদের নাটকীয় কামব্যাকে নিশ্চিত জয়বঞ্চিতের ফাঁদে জার্মানি। ২ গোলে লিড নিয়েও শেষ রক্ষা হয়নি তাদের। স্বাগতিকদের জয়বিহীন নেশনস লিগের হতাশাজনক সমাপ্তি নিশ্চিত ২-২ গোলের নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস ড্রতে। ম্যাচের শেষ ৫ মিনিটে সফরকারীদের আক্রমণের ঝড়ে তছনছ জার্মানির রক্ষণ দেয়াল। কমলা কালারের জার্সিতে বদলি হিসেবে মাঠেই দৃশ্যপটে কুইনি প্রোমেস। ৮৫ মিনিটে তিনি ব্যবধান ২-১ গোলে নামিয়ে আনার পরই উজ্জীবিত ডাচ আক্রমণভাগ লুফে নেয় জার্মানদের সাম্প্রতিক অবনমনের ফাঁদে আটকে রাখার সুযোগ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সফরকারীদের নায়ক হিসেবে উদ্ভাসিত অপেক্ষাকৃত সিনিয়র সদস্য লিভারপুলের ভ্যান ডিক ভারগিল। রেকর্ড ট্রান্সার ফিতে লিভারপুলে যোগ দেয়া ডিফেন্ডারের দুর্দান্ত এক ভলির গোলে হতবিহবল জার্মান ফুটবল! নিশ্চিত সাফল্যের ম্যাচের শেষ ৫ মিনিটের নাটকীয়তার দর্শনে তারা স্রেফ অসহায় দর্শক সফরকারী ডাচদের বিশ্বজয়ের উৎসবের।
তবে মাঠে পারফরম করেই তারা নিশ্চিত করেছে শেষ চারের অংশগ্রহণ। ৪ খেলার দুটিতে জয় তাদের। হার এক খেলায়। ড্র অন্য ম্যাচটি। ৭ পয়েন্ট সংগ্রহে গ্রুপ চ্যাম্পিয়ন ডাচরা। তাদের সামন পয়েন্ট অর্জনের পরও দুইয়ে থেকে প্রাথমিক রাউন্ড সমাপ্তির দুঃস্বপ্ন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। লেস ব্লুজের কাল হয়েছে নেদারল্যান্ডস সফরে ২-০ গোলের পরাজয়। হে-টু-হেডের হিসেবে ফরাসিরা দর্শক নেশনস লিগের সেমিফাইনালের। ফ্রান্স সফরে হারলেও ২-১ গোলের স্কোরলাইন গুরুত্বপূর্ণ ভূমিকায় ডাচদের নকআউটে উন্নীতে।
প্রতিপক্ষ শেষ দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। অন্য দিকে ফুটবলের সর্বশেষ দুই বড় আসরের মূল পর্বেও উঠতে পারেনি নেদারল্যান্ডস। সঙ্গতকারণে এ লিগের ১ নম্বর গ্রুপের শ্রেষ্ঠত্বের দৌড়ে ডাচদেরই সবচেয়ে পিছিয়ে রাখেন বিশ্লেষকেরা। ফ্রান্স সফরের প্রথম খেলায় লড়াকু নৈপুণ্য প্রদর্শন সত্ত্বেও হার হজম থেকে রক্ষা হয়নি তাদের। তবে দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় উদ্ভাসিত নেদারল্যান্ডস। তাদের সেমির রেসে প্রত্যাবর্তন জার্মানিকে উড়িয়ে। এরপরও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে গড় বয়স বিচারে ত্রিশের ঊর্ধ্বে মাত্র ২ ফুটবলারসংবলিত ডাচরা বাজিমাত করবে তা কেউ কল্পনাও করেনি! জার্মানি সফরের কঠিন খেলার শুরুতে ব্যাকফুটে সফরকারীদের সেমির রেস থেকে বিদায় নিশ্চিত করেন অনেকেই। ৯ মিনিটে ওয়ার্নার এগিয়ে দেন স্বাগতিকদের। খেলার ২০ মিনিট অতিক্রমের আগে ব্যবধান দ্বিগুণে ডাচদের সেমির স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা পরিণত হয় সময়ের ব্যাপারে। কিন্তু ২ গোল হজমের পরও দমে যায়নি তারুণ্যনির্ভর নেদারল্যান্ডস। যোগ্য পুরস্কারও তারা বুঝে পেলেন। ইতিহাসের প্রথম ইউরোপিয়ন নেশনস লিগের প্রেস্টিজিয়াস সেমিফাইনালে ডাচদের অংশীদারিত্বের গৌরব নিশ্চিত দুই এলিট ফ্রান্স-জার্মনিকে টপকে!

 


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল