২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বোলারদের দাপট আবুধাবিতে

-

বোলারদের একচ্ছত্র আধিপত্য আবুধাবি টেস্টে। দ্বিতীয় দিনও কোণঠাসা কাটল ব্যাটসম্যানদের। ইয়াসির শাহের নেতৃত্বে নিউজিল্যান্ডকে দুই ’শর আগেই আলআউটের পর পাকিস্তানের ব্যাটসম্যানেরাও ব্যর্থ হয়েছেন দীর্ঘক্ষণ উইকেট আগলে রাখতে। পেসার ট্রেন্ট বোল্ট ও কিউই স্পিনারদের চমৎকার বোলিংয়ে ২২৭ রানেই গুটিয়ে গেছে সরফরাজ অ্যান্ড কোংয়ের প্রথম ইনিংস। ৪ উইকেট শিকারে পাকিস্তানের বড় সংগ্রহের প্ল্যান ভেস্তে দেন বোল্ট।
বোলিং ইউনিটের সমন্বিত নৈপুণ্যের সাফল্যের পর দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে নির্ভরতার স্বাক্ষর রাখলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরাও। গতকাল ১ উইকেটে ৫৬ রানে তারা সমাপ্ত করেন খেলার দ্বিতীয় দিন। রাভাল ২৬ ও উইলিয়ামসন নটআউট আছেন। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পতনের পর তদের দুইজনের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে স্বস্তির সমাপ্তি কিউইদের। দলটি এখনো পিছিয়ে রয়েছে ১৮ রানে। হাতে অবশিষ্ট ৯ উইকেট।
আবুধাবি টেস্টের প্রথম দিনে বোলিং ইউনিটের চমৎকার নৈপুণ্যের অ্যাডভ্যান্টেজ লুফে নিতে পুরোপুরিই ব্যর্থ পাকিস্তানের ব্যাটসম্যানেরা। নিয়মিত বিরতিতে তাদের উইকেট পতনে প্রথম ইনিংসের ব্যাটিং দুঃস্বপ্ন পেছনে ফেলে খেলায় প্রত্যাবর্তন নিউজিল্যান্ডের। দলটির পেসার বোল্টের তাণ্ডবে তছনছ পাকিস্তানের টপঅর্ডার। তাদের শেষ রক্ষা হয় মিডঅর্ডারে বাবর আজম ও সিনিয়ন ব্যাটসম্যান আসাদ সফিকের লড়াকু নৈপুণ্যে। সর্বোচ্চ ৬২ রানের চমৎকার উইলো উপহার দেন বাবর। ১০৩ বলের ইনিংসে বাউন্ডারি হাঁকান পাঁচটি। পঞ্চম উইকেটে তার সাথে সাফিকের ৮৩ রানের জুটিতেই দুই শ’র কোটা অতিক্রম করে পাকিস্তানের দলীয় সংগ্রহ। ৯৩ বলে ৪৩ রানের ইনিংসে একটি ছক্কা পাঁচটি বাউন্ডারি হাঁকান সফিক।


আরো সংবাদ



premium cement