২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এবার ৮ ভেনুতে পেশাদার লিগ

-

সামনে জাতীয় নির্বাচন। বাফুফের শীর্ষ কর্মকর্তাসহ ক্লাব কর্মকর্তারাও ব্যস্ত থাকবেন এতে। রয়েছে স্পন্সর জটিলতাও। তাই যথাসময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়া নিয়ে সংশয় থাকছেই। এর পরও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী গতকাল ফের উল্লেখ করলেন এ মাসেই মাঠে গড়াবে এবারের প্রিমিয়ার লিগ। তা ৩০ নভেম্বর থেকে। আজ পেশাদার লিগ কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত। একই সাথে এবার দেশের আট ভেনুতে হবে বিপিএল। শেখ রাসেল ক্রীড়া চক্র তাদের ভেনু হিসেবে নাম জমা দিয়েছে সিলেট স্টেডিয়ামের। লিগ কমিটি আজ এ ভেনু ফাইনাল করলে ১৩ দলকে মোট আট ভেনুতে গিয়ে খেলতে হবে।
এএফসির নির্দেশে এবার ভেনু বাড়াতে হচ্ছে বাফুফের পেশাদার লিগ কমিটিকে। এ কারণেই এ মওসুম থেকে ফের ঢাকার বাইরে হবে খেলা। তবে চট্টগ্রাম আবাহনী তাদের হোম ভেনুতে লিগের শুরু থেকে ম্যাচ নাও খেলতে পারে। চট্টগ্রাম আবাহনীও নিজস্ব ভেনু এম এ আজিজ স্টেডিয়াম একই সাথে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেটেরও বিকল্প ভেনু। আবার এ মাঠেই শুরু হবে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ। তাই চট্টগ্রাম আবাহনী তাদের হোম ভেনু এম এ আজিজের বদলে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে করতে লিগ কমিটিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। এ চিঠির কথা স্বীকারও করলেন সালাম মুর্শেদী। আজ এ বিষয়টি নিয়েও আলোচনা হবে। তার জবাব, চট্টগ্রাম আবাহনী বলেছে তাদের প্রথম দিকের কিছু ম্যাচ চট্টগ্রামে না দিতে।
মুক্তিযোদ্ধার সাথে শেখ রাসেল ক্রীড়া চক্রও তাদের হোম ভেনু গোপালগঞ্জে করতে চেয়েছিল। শেষ পর্যন্ত শেখ রাসেল সরে এসেছে গোপালগঞ্জে ভেনু করা থেকে। তারা সিলেটে গিয়ে খেলতে চায়। নতুন করে সিলেট স্টেডিয়াম যোগ হওয়ায় এবার ৮ ভেনুতে হবে প্রিমিয়ার ফুটবল এমনটি জানালেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। এবারের লিগ হবে সপ্তাহের দুই বন্ধের দিন শুক্রবার ও শনিবার। ক্ষেত্রবিশেষে রোববারেও হবে। লিগের মাঝে মধ্যে হবে স্বাধীনতা কাপও। এটিই এবারের মওসুমের নতুনত্ব।
উল্লেখ্য, এবার ঢাকা আবাহনী, মোহামেডান ও ব্রাদার্সকে হোম ভেনু হিসেবে দেয়া হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। শেখ জামাল বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরে ফরিদপুর স্টেডিয়ামকে ভেনু বানিয়েছে। তাই তাদের জায়গায় ব্রাদার্সকে হোম ভেনু হিসেবে পায় বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। তাদের প্রথম দাবি ছিল কমলাপুর স্টেডিয়াম। ময়মনসিংহকে ভেনু বানিয়েছে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। নোয়াখালীতে গিয়ে খেলবে নোফেল স্পোর্টিং ও বিজেএমসি। বসুন্ধরা কিংসের হোম ভেনু নীলফামারী। মুক্তিযোদ্ধার গোপালগঞ্জ ও শেখ রাসেলের হোম ভেনু সিলেট। চট্টগ্রাম আবাহনীর মতো রহমতগঞ্জও খেলতে চায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। লিগ কমিটি গত প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ভেনু হিসেবে দিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। পরে রানার্সআপ শেখ জামাল সরে যাওয়ায় লিগের তৃতীয় দল হিসেবে চট্টগ্রাম আবাহনীও এখন বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ভেনু হিসেবে চাচ্ছে। জানান ক্লাবের কর্মকর্তা শাকিল মাহমুদ চৌধুরী।
এবারের প্রিমিয়ার লিগসহ বেশ কিছু টুর্নামেন্টের স্বত্ব কিনে নিয়েছিল এম পি সিলভা। পরে অবশ্য এ প্রতিষ্ঠানটি সমস্যায় পড়ে। তাই তাদের সাথে বাফুফের চুক্তি বাতিল হওয়ার শঙ্কা। অবশ্য বাফুফে এখনো তাদের সাথে কথা চালিয়ে যাচ্ছে। দুই দিন আগেও এ প্রতিষ্ঠানের সাথে বাফুফের মিটিং হয়েছে। তারা চুক্তির অংশ হিসেবে বাফুফেকে কিছু অর্থও দিয়েছে। এখন এ প্রতিষ্ঠানের সাথে বাফুফের সাথে চুক্তি বহাল থাকবে নাকি অন্য স্পন্সর নেবে তা জানা যাবে আরো কয়েক দিন পর। বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানান, আরো কয়েকটা দিন সময় নিচ্ছি সব ফাইনাল করতে।
জাতীয় নির্বাচনের সময় ঢাকা ও রাজধানীর বাইরে নিরাপদে খেলা চালানো নিয়ে সংশয় আছে। মাঠের নিরাপত্তার জন্য পুলিশ পাওয়া যাবে কি না তাও একটি বিষয়। এ ঝুঁকি এড়াতে নির্বাচনের পাঁচ দিন আগে ও পরে মোট ১০ দিন খেলা বন্ধ থাকবেÑ জানালেন বাফুফে সেক্রেটারি। এ প্রসঙ্গে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রূপুর বক্তব্য, লিগ কমিটি যেভাবে খেলা চালাবে আমরা সেভাবেই খেলতে রাজি।


আরো সংবাদ



premium cement