২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মেসি ফিরবেন আশাবাদ বুরুচাগার

-

রাশিয়া বিশ্বকাপের পরই আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখেছেন সাবেক অধিনায়ক লায়নেল মেসি। ফলে তাকে ছাড়াই খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। তবে আগামী বছরই এই বার্সেলোনা সুপার স্টার আর্জেন্টিনা জাতীয় দলে ফিরবেন এমন আশাবাদ দলের জেনারেল ম্যানেজার জর্জ বুরুচাগার। ১৯৮৬ এর বিশ্বকাপে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলের নায়ক বুরুচাগা বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকাতেই আর্জেন্টিনা দলে ফিরবেন মেসি। এই ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নেই। তবে আমি নিশ্চিত এই বছরের শেষেই মেসি জাতীয় দলে ফিরবেন। এটা অবিশ্বাস্য যে তিনি আবার গায়ে দেবেন না জাতীয় দলের জার্সি।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা দিয়েগো ম্যারাডোনারও আশাবাদ, আবার জাতীয় দলে ফিরবেন মেসি। মেসি কি ফিরবেন এই প্রশ্নের জবারে ম্যারাডোনার জবাব, ‘আমি তেমনটাই মনে করি।’ তিনি মেসিকে নিয়ে সমালোচনা করতেও আপত্তি জানিয়ে বলেন, আমি লিওকে ভালোবাসি।’
রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপরই মেসি সরে পড়েন জাতীয় দল থেকে। এর আগে বাছাইপর্বে ধুঁকতে থাকা এই ল্যাতিন দেশটি তার হ্যাটট্রিকেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা রাশিয়ার টিকিট কাটে শেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে।
বিশ্বকাপের পর কোচ জর্জ সাম্পওলিকে সরিয়ে দেয়া হয়। নতুন কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন কাজ করছেন লায়নেল স্ক্যালনি। এ মাসেই আর্জেন্টিনা প্রীতিম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে। সূত্র : ইয়াহু স্পোর্টস।

 


আরো সংবাদ



premium cement