২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অল-আউট প্ল্যানে নেদারল্যান্ডস

-

ড্রতেও চলবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। অন্য দিকে ইতিহাসের প্রথম ইউরোপীয় নেশনস লিগের শেষ চারের স্বপ্নপূরণ অটুট রাখায় জয়ই একমাত্র উপায় নেদারল্যান্ডসের। স্থানীয় দর্শকে ঠাসা আর্মস্টডামের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৩ পয়েন্ট উল্লাসও সেমির রেস থেকে ছিটকে ফেলতে পারছে না ফরাসিদের। ৪ গ্রুপে বিভক্ত এলিট ব্লক এ’র ১ নাম্বার গ্রুপের চ্যাম্পিয়নের ভাগ্য চূড়ান্ত হবে শেষ ফিকশ্চার জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচের ফলাফলে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ডাচদের ড্র যথেষ্ট বিবেচিত হতে পারে ফরাসিদের সেমির দর্শকের কাতারে চলে যাওয়ায়। ইতিহাসের প্রথম নেশনস লিগের শিরোপা লড়াইয়ে প্রতিনিধিত্বের গৌরব অর্জনে মরিয়া রাশান বিশ্বকাপের চ্যাম্পিয়ন লেস ব্লুুজ খ্যাত ফ্রান্স। তবে আর্মস্টডাম সফরে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের প্রস্তুতি মোটেও ভালো নয়। রয়েছে ইনজুরি সঙ্কট। পগবা, মার্শিয়াল, মেন্ডি ও লাকাজেট অনুপস্থিত ফরাসিদের গুরুত্বপূর্ণ দ্বৈরথ নেদারল্যান্ডস চ্যালেঞ্জে।
এক ঝাঁক তারকার ইনজুরি সঙ্কট সত্ত্বেও ফেবারিট হিসেবেই ফ্রান্স মাঠে পা রাখবে ডাচদের মোকাবেলায়। আক্রমণভাগের দুর্দান্ত ব্যালান্সড দলটিকে সবর্দা এগিয়ে রাখছে যেকোনো দলের বিপক্ষে। এমবাপ্পে-গিরুড ও গ্রিয়েজম্যান সমৃদ্ধ অ্যাটাক ফরাসিদের শেষ ৬ ম্যাচের ৫টিতেই সাফল্যের উৎসব করেছে প্রতিপক্ষের রক্ষণভাগে। তবে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জয়ের পর ফুটবলে প্রত্যাবর্তনের অল্প দিনের মধ্যেই ছন্দপতন ফরাসি রক্ষণভাগের পারফরম্যান্সে। শেষ তিন ম্যাচেই তারা একটানা ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের গোল উৎসবে বাদ সাধতে। আজো তাদের সামনে কঠিন পরীক্ষা স্বাগতিক ডাচদের গোলবঞ্চিত রাখার।
ব্রাজিল বিশ্বকাপের আলোচিত পারফরম্যান্স প্রদর্শনের পরই উল্টো পথে যাত্রার কবলে নেদারল্যন্ডসের ফুটবল। ২০১৬ সালের ইউরোর বাছাইপর্বে বাদ পড়ার দুঃস্বপ্ন ওলট-পালট করে দিয়েছে ডাচ ফুটবলের ঐতিহ্যবাহী গৌরব। দলটি ব্যর্থ হয় রাশান বিশ্বকাপে অংশগ্রহণেও। পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা দলটির আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন মাঠের পারফরম করে। নেশনস কাপের স্বাগতিক জার্মানদের বিপক্ষে ৩-০ গোলে জয়ে হারানো গৌরব পুনরুদ্ধারে মরিয়া দলটির ফুটবলাররা। আজ জিততেই খেলবে ডাচরা। ইউরোপের দুই এলিটের মধ্যকার দ্বৈরথ ঘিরে বাড়তি উত্তাপ তৈরির পেছনে মুখ্য ভূমিকায় ডাচদের অল-আউট ফুটবলের প্রতিশ্রতি!

 


আরো সংবাদ



premium cement