২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ সোলারি

-

অস্থায়ী দায়িত্বে নিজেকে দারুণভাবে প্রমাণ করায় শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সান্তিয়াগো সোলারিকেই প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ চুক্তি অনুযায়ী আগামী ২০২১ সাল পর্যন্ত রিয়ালের সাথে থাকছেন সোলারি।
কাবের এক বিবৃবিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের পরিচালক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সোলারিকেই দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।’
অস্থায়ী কোচ হিসেবে প্রথম চার ম্যাচেই রিয়ালকে জয় উপহার দেয়ার পুরস্কারস্বরূপ জুলেন লোপেতেগুইয়ের উত্তরসূরি হিসেবে সোলারিকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিয়ালের ম্যানেজার হিসেবে প্রথম চার ম্যাচে রিয়াল দিয়েছে ১৫ গোল ও হজম করেছে মাত্র দু’টি গোল। আর এতেই ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইনের ওপর পূর্ণ আস্থা রাখতে শুরু করেছে গ্যালাকটিকোরা। রিয়ালের কোচ হিসেবে শুরুটা এর থেকে ভালো কোনো কোচেরই হয়নি।
কোপা ডেল রেতে মেলিয়াকে বিধ্বস্ত করার পর চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লাজেনকে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এর মাঝে অবশ্য লা লিগায় রিয়াল ভায়োদোলিদ ও সেল্টা ভিগোকেও পরাজিত করেছে। এ জয়ের মাধ্যমে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন মাত্র চার। ইউরোপীয় সর্বোচ্চ আসরেও এখন শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গত ২৯ অক্টোবর লোপেতেগুইয়ের বরখাস্তের পর দুই সপ্তাহের জন্য অস্থায়ী ভিত্তিতে সোলারিকে রিয়ালের কোচের দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছিল। লোপেতেগুইয়ের অধীনে রিয়াল সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়ে সব দিক থেকেই পিছিয়ে পড়েছিল। বিশেষ করে বার্সেলোনার কাছে মওসুমের প্রথম এল ক্যাসিকোতে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার বিষয়টি কোনোমতেই মেনে নিতে পারেননি কাব সভাপতি ফোরেনতিনো পেরেজ।

 


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল