২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিপর্যয়ে পড়েও ইংল্যান্ড শেষ পর্যন্ত রান করেছে ২৮৫

-

ইংল্যান্ড ক্যান্ডি টেস্টে প্রথম ইনিংস খুব ভালো করেছে তা বলা যাবে না। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮৫ রান করেছে সবক’টি উইকেট হারিয়ে। এত রাত হতো না। যদি না বাটলার ৬৩ ও কুরান ৬৪ রান না করতেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচাইতে সফল ছিলেন পেরেরা। তিনি ৬১ রানে ৪ উইকেট নেন। এছাড়া পুষ্পকুমারা ৩টি ও ধনঞ্জয়া ২টি উইকেট নেন। পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে।
প্রথম টেস্টে জয়ের পর ইংল্যান্ড মানসিক দিক দিয়ে আত্মবিশ্বাসী ছিলো। কিন্তু শ্রীলঙ্কা চেয়েছিল তারা দ্বিতীয় টেস্টে ফিরে আসবে। কারণ ওয়ানডে এবং টি-২০ সিরিজ হারার পর টেস্ট সিরিজ হারতে চাইছে না শ্রীলঙ্কা। কিন্তু টসে জিতে ইংল্যান্ড গতকাল ব্যাট করতে নামার পর বিপর্যয় ছিলো। সে বিপর্যয় কাটিয়ে উঠেছে তারা। রান করেছে সম্মানের।


আরো সংবাদ



premium cement