১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পুরোপুরি প্রস্তুত ভারত!  

-

পুরোপুরিই প্রস্তুত ভারত। আসন্ন অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয়দের মনোবল তুঙ্গে বলেই দাবি করেছেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। তার মতে, ব্যাট-বলে সাম্প্রতিক মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের মনোবল অতীতের যেকোনো সময়ের উচ্চতায় পৌঁছেছে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ মোকাবেলায়।
রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশিত ফলাফলে সাফল্য অত্যন্ত চ্যালেঞ্জিং। সফরের প্রস্তুতির বিষয়টি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের অবস্থান পজেটিভ। পারফেক্ট প্রস্তুতি সম্পন্নের রেসে প্রত্যাশিত পারফরম্যান্স অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ব্যাটসম্যানদের। নিয়মিত রানেই আছেন দলের ব্যাটিং ইউনিট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাশা পূরণে সবাই সফল। মূলত মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স তুঙ্গে তুলে দিয়েছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস। যদিও আমি জানি প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। হোম ভেনুতে খেলার বাড়তি অ্যাডভ্যান্টেজও পাবে তারা। কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিপক্ষের নামনে। তবে সম্প্রতি আমরা একটি দল হিসেবেই পারফরম্যান্স করেছি। একই ধারাবিহকতা অটুট রাখায় ঐক্যবদ্ধ ক্রিকেটাদের প্রত্যেকেই। এটিও আমাদের উচ্চ আত্মবিশ্বাসের অন্যতম কারণ।’
নভেম্বরেই শুরু হচ্ছে আলোচিত অস্ট্রেলিয়া-ভারত দ্বিপক্ষীয় সিরিজের মাঠের ক্রিকেট। বহু পুরনো প্রতিদ্বন্দ্বী দল দু’টির মধ্যকার ৩ ফরম্যাটের সিরিজের ক্রিকেটীয় শ্রেষ্ঠত্ব প্রমাণে এবারের লড়াইয়ের উদ্বোধনী টি-২০ ফরম্যাট। সংক্ষিপ্ত ভার্সনের ৩ ম্যাচের ট্রফির রেসের উদ্বোধনীতে ২১ নভেম্বর দল দু’টি মুখোমুখি হবে ব্রিসবেনে। অস্ট্রেলিয়া সফরে মাঠের ক্রিকেটে ভারতের অতীত পরিসংখ্যান মোটেও সমৃদ্ধ নয়। বিশেষ করে টেস্ট ফরম্যাটে সফরকারীদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার নজির কমই রয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় স্নায়ুচাপ অনেক সময় সফরকারী ক্রিকেটারদের সহজাত পারফরম্যান্সের প্রদর্শনীর পথে বাধা হয়ে দাঁড়ায়।
৩ ম্যাচের টি-২০ সিরিজ শেষে ডিসেম্বরের সূচনাতেই টেস্ট ফরম্যাটের লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। ৬ তারিখে অ্যাডিলেডে দল দু’টি শুরু করবে উদ্বোধনী টেস্ট। আগামী বছরের ১২ জানুয়ারি মাঠে গড়াবে তাদের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বৈরথ।

 


আরো সংবাদ



premium cement