২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মুশফিকের মনোযোগ এবার ট্রিপলে

ডাবল সেঞ্চুরি করার পর সেজদা করছেন মুশফিকুর রহীম। তার পাশে মেহেদী হাসান মিরাজ : নয়া দিগন্ত -

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে চারটি ডাবল সেঞ্চুরি। তার দু’টিই মুশফিকুর রহীমের। ৩১ বছর বয়সের বগুড়ার এ ক্রিকেটার গতকাল ছাড়িয়ে গেছেন অতীতের সব ব্যক্তিগত রেকর্ড। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। অথচ ইনিংস শেষে তিনি যেন একেবারেই সাদামাটা। এতক্ষণ জিম্বাবুয়ের ক্রিকেটারদের যিনি রীতিমতো ব্যাটিং শিখিয়েছেন এবং বোলারদের যেভাবে শাসন করে অপরাজিত থেকে প্যাভেলিয়নে ফিরেছেন। তিনি কি আসলেই এত শান্ত? ব্যাট হাতে মুশফিক এখন সেরা ব্যাটসম্যান নিঃসন্দেহে। সাকিব-তামিমেরও ডাবল সেঞ্চুরি আছে। কিন্তু মুশফিকের ওই সংখ্যা এখন দুই! সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যেহেতু সাকিব, তামিম ও আমার ডাবল রয়েছে। এখন যদি ট্রিপলে মনযোগ দেই তবে সেটা অসম্ভব নয়। শুধু আমিইবা কেন, মুমিনুলও দুর্দান্ত খেলে। ও আবার রানে ফিরেছে। সেও আগামী কিছুদিনের মধ্যে অনেক ভালো কিছু করবে বলেই আমার বিশ্বাস।’ কিভাবে ডাবল সেঞ্চুরিটা হয়ে গেল সে গল্পটাও শুনিয়েছেন এ সাবেক আধিনায়ক। তিনি বলেন, ‘প্রথম আমার প্ল্যান ছিল মিরপুরে আমার কোনো সেঞ্চুরি নেই। একটা সেঞ্চুরি এখানে যেন হয়। একজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পেরুনোর পরই এভাবে চিন্তা করে সেঞ্চুরির। আমারও মনযোগ ছিল। তা ছাড়া উইকেটে থেকে রান করাও প্রয়োজন। কারণ আমাদের প্রথম ইনিংসে বড় স্কোর প্রয়োজন ছিল দলের প্রয়োজনেই। আমি সেভাবেই চিন্তা করে খেলেছি। আল্লাহর রহমতে মুমিনুল বড় একটা সাপোর্ট দিয়ে গেছে। এরপর আমিও নিজের সাধারণ রীতির বাইরে যেয়ে খেললাম এ ইনিংসটা। দেখবেন, আমি আমার প্রিয় শটসগুলো কিন্তু খেলি নাই। ওগুলো না খেলে আমি রিস্কমুক্ত থেকে দলের প্রয়োজনেই বড় একটা ইনিংস খেলার জন্যই খেলে গিয়েছি। উইকেট যে একেবারে ইজি ছিল তাও না। উইকেটে ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। মুমিনুলের পর, মেহেদি হাসানও ভালো সাপোর্ট দিয়েছে। ওকে আমিই বলছিলামÑ দেখ, তুই অন্তত আমার ২০০ পর্যন্ত কিন্তু থাকিস। ও আমাকে সব সময় পরামর্শ দিয়ে গেছে। কিছু কিছু সময় মনে হয়েছে (হেসে দিয়ে) ও (মেহেদি) মনে হয় ডাবল সেঞ্চুরিটা করবে! আমি মনে হয় ওর সাপোর্ট দিয়ে যাচ্ছি। আসলে ও খুবই ভালো বোঝে। ভবিষ্যতে সে খুব ভালো করবে। তো আল্লাহর রহমাতে সব অনুকূলে ছিল।’ তিনি আরো বলেন, ‘আসলে একটা ডাবল সেঞ্চুরি মোটেও সহজ না। অনেক পরিশ্রম করতে হয়েছে।’ ১৯৯ রানে মুশফিক বেশ কিছুক্ষণ সময় নিয়েছেন। টেনশনটা বেড়ে গিয়েছিল কি না তার জবাবে বলেন, ‘আসলে অমন সময়ে টেনশনটা এসে যায়। দেখবেন শচিন টেন্ডুলকারেরও অমন নার্ভাস মুহূর্তে আউট হওয়ার রেকর্ড আছে। আমি যদিও তার ধারকাছ দিয়েও নেই। তবু অমি চেষ্টা করে যাচ্ছিলাম। হচ্ছিল না। আমার বিশ্বাস ছিল, আল্লাহ যখন এতদূর নিয়ে এসেছেন অবশ্যই পারব। তা ছাড়া না পারলেও এমন তো না যে আমি ডাবল সেঞ্চুরি না পেলে মরে যাব বা কিছু। তবে নিজের ওপর আস্থা ছিল। আল্লাহ আমাকে ওই পর্যন্ত পৌঁছে দিয়েছেন।’ বছর পাঁচেক আগে (২০১৩-এর মার্চে) গল টেস্টেও মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেটার সাথে এ ডাবলের কোনো স্পেশালিটি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমি এটা ওভাবে দেখছি না। সে ম্যাচেরও গুরুত্ব ছিল। তা ছাড়া গলে শ্রীলঙ্কার কোয়ালিটি বোলারের বিপক্ষে সে সেঞ্চুরিটা ছিল। এখানেও আমরা যে ইজি ছিলাম তা নয়। আমরা তো খুব চাপে ছিলাম। এখান থেকে বের হওয়া দরকার ছিল। ম্যাচে আমাদের জয় প্রয়োজন। অনেক কিছুই রয়েছে। আমি আশা করব গল টেস্ট ড্র হয়েছে, এ ম্যাচে আমরা যেন জিততে পারি। এটা হলে আমাদের অনেক প্রাপ্তি ঘটবে।’
ম্যাচ প্রসঙ্গে বলতে যেয়ে দলের এ সিনিয়র ক্রিকেটার বলেন, ‘এখনো আমি বলব আমরা পিছিয়ে। কারণ আমাদের ওদের ১৯ উইকেট নিতে হবে। উইকেটের যে অবস্থা কাল (আজ) থেকে বোলারদের সহায়তা আরো বাড়বে। স্পিনাররাও সহায়তা পাবে। আশা করি আমাদের আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা নাও লাগতে পারে!’ মুশফিক ৫৮৯ মিনিট ব্যাটিং (২১৯ রান করে অপরাজিত) করে ইনিংস (৫২২/৭ রানে) ডিক্লেয়ার করে আবার কিপিংয়ে নামেন। কিভাবে সম্ভব? তিনি বলেন, ‘আসলে আমি চাই যতক্ষণ মাঠে থাকব দলের জন্য কিছু না কিছু সহায়তা যেন হয়। তাইজুলকে অন্য প্রান্ত থেকে বোলিং করানোর পরামর্শ আমিই দিয়েছিলাম। কারণ আমি শেন উইলিয়ামসকে দেখছিলাম। সেটা কাজে লেগেছে। হয়তো ওভাবে নাও যদি ভাবি, আমার কাছ থেকে কোনো সহায়তা পেলে দল যদি উপকৃত হয় ওইটুকু মিস করতে চাইনি।’

 


আরো সংবাদ



premium cement
গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক

সকল