২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বার্সেলোনার দুঃস্বপ্নে ‘বিস্ময়কর’ বেটিস

-

প্রত্যাবর্তনে ডাবল লায়নেল মেসির। ডান হাতের ইনজুরিতে ৩ সপ্তাহ মাঠের বাইরে কাটিয়ে তার রাজসিক ফেরার খেলায় অবিশ্বাস্য দুঃস্বপ্ন হজমে শিরোনামে বার্সেলোনা। দলটির রক্ষণভাগের যাচ্ছেতাই নৈপুণ্যের বাড়তি অ্যাডভান্টেজ লুফে নিয়ে বাজিমাত করেছে রিয়াল বেটিস। সফরকারীদের উজ্জীবিত ফুটবলে ইতি ঘটেছে ক্যাম্প-ন্যু দল দু’টির মধ্যকার ফিকশ্চারে স্পেনের চ্যাম্পিয়নদের একক আধিপত্যের পরিসংখ্যানে। রোববার দীর্ঘ ২ যুগ পর কাতালুনিয়া সফরে লা লিগার খেলায় প্রথম জয়োৎসবের কৃতিত্বের জন্ম দিয়েছে বেটিস। উত্তেজনায় ঠাসা নব্বই মিনিটের নাটকীয়তা শেষে সফরকারীরা ৪-৩ গোলে হারিয়ে দেয় বার্সেলোনাকে। স্বাগতিকদের হতাশাজনক নৈপুণ্যের দিনে ক্যাম্প-ন্যুতে ২ গোল করার পর কোনো ম্যাচে ক্যারিয়ারের প্রথম পরাজয়ের যন্ত্রণা হজমের ফাঁদে আর্জেন্টাইন সুপারস্টার মেসি। একই দিনে নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে টানা চতুর্থ জয়ের উৎসব রিয়াল মাদ্রিদের। স্পেনের রাজধানীর দলটির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যাশা পূরণ করতে পারেনি লড়াকু দল হিসেবে সুপরিচিত সেল্টা ভিগো। সফরের কঠিন খেলায় ৪-২ গোলের দুর্দান্ত জয় মাদ্রিদের জায়ান্টদের।
শেল্টার হোম ভেনুতে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়ে গুরুত্বপূর্ণ অবদান অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমার দারুণ পারফরম্যান্স। ২৩ মিনিটে সফরকারীদের প্রথমে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের সূচনায় তাকে ব্যক্তিগত ডাবল বঞ্চিত করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন শেল্টার গুস্তাভো কাবরাল। খেলার প্রথম ১ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ২ গোল হজমের খেলায় প্রাণপণ চেষ্টার পরও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা। ৬১ মিনিটে হুগোর চমৎকার গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে শেল্টার উত্তেজনা পুনঃপ্রতিষ্ঠার লড়াই বিফলে গেছে। শেষ ৭ মিনিটে সার্জিও রামোস ও সেবাওসের একটি করে গোলে নিশ্চিত নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়োৎসব। মওসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় বিধ্বস্তের পর লা লিগার দুই ম্যাচেই সফল দলটি উঠে এসেছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। তাদের সংগ্রহ ২০ পয়েন্ট ১২ ম্যাচ শেষে। সমানসংখ্যক খেলায় ২৪ পয়েন্ট অর্জনে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা।
শেল্টা সফরেও রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়ের দাপুটে ফুটবলের প্রদর্শনীর আগেই ক্যাম্প-ন্যু স্টেডিয়ামে পিনপতন নীরবতার উপস্থিতি বেটিসের স্মরণীয় জয়ের উল্লাসে। ১৯৯৮ সালের কাতালুনিয়া সফরে লা লিগার খেলায় তাদের প্রথম সাফল্যের ইতিহাস মুহূর্তের মধ্যে দখলে নেয় আলোচনার কেন্দ্রবিন্দু। ম্যাচের চমৎকার সূচনার প্রক্রিয়ায় ৩৪ মিনিটের মধ্যেই ২ গোলের লিড সফরকারী বেটিসের। ৩ সপ্তাহের ইনজুরি কাটিয়ে প্রথম একাদশে প্রত্যাবর্তনের খেলার দ্বিতীয়ার্ধে দৃশ্যপটে আর্জেন্টাইন সুপারস্টার লায়নেল মেসি। ৬৮ মিনিটে তার পেনাল্টি গোলে ম্যাচে ফেরার সুযোগ উন্মোচিত হয় বার্সেলোনার। কিন্তু বিরতির আগে ২ গোল করায় আত্মবিশ্বাসী বেটিস আক্রমণাত্মক স্টাইলে পারফরম্যান্স অব্যাহত রাখার পুরস্কারও পেয়েছে দ্রুততম সময়ে। ১৩ মিনিটের দারুণ এক স্পেলে লো সেলো ও ক্যানালেসের একটি করে গোলে সমাপ্তি বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন পূরণের। ক্যাম্প-ন্যুতে ৭৯২ দিন পর লা লিগার খেলায় তাদের প্রথম পরাজয়ের ফাঁদেই আটকা পড়েছে চ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে ভিদালের পর ইনজুরি টাইমে মেসির ব্যক্তিগত ডাবলের উল্লাস স্বাগতিকদের পরাজয়ের ব্যবধান মাত্র!


আরো সংবাদ



premium cement
ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন

সকল