২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ডার্বিতেও দুর্দান্ত ম্যানসিটি

-

ইংলিশ ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথ ম্যানচেস্টার ডার্বি চ্যালেঞ্জেও অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের চলমান মওসুমের প্রথম লড়াইয়ে পেপ গার্ডিওলার শিষ্যদের দাপুটে পারফরম্যান্সের দর্শক হিসেবে কাটল ম্যানইউর। রোববার আল-ইত্তিহাদ স্টেডিয়ামে একই নগরীর দুই জায়ান্টের মধ্যকার হাইভোল্টেজ খেলায় জয় হয়েছে ফুটবলের। পারফরম্যান্স বিচারে অধিকতর যোগ্যতম দল হিসেবে ম্যানসিটির মওসুমের প্রথম ডার্বি জেতার বাঁধভাঙা উল্লাস ম্যানচেস্টারের ব্লু-অংশে। উত্তেজনায় ঠাসা আলোচিত ডার্বির নব্বই মিনিটের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রেখেই স্বাগতিকেরা ৩-১ গোলে হারিয়ে দেয় রেড ডেভিলস খ্যাত ম্যানইউকে। নতুন মওসুমের শিরোপা রেসে চ্যাম্পিয়নদের অপ্রতিরোধ্য নৈপুণ্যের ধারাবাহিকতা রক্ষার দিনে হতাশ করেছে লন্ডনের দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল। হোম ভেনুর খেলায় প্রত্যাশিত জয়োৎসবের টার্গেটে তাদের ব্যর্থতা নতুন উৎস ট্রফি ধরে রাখায় ম্যানসিটির বাড়তি আত্মবিশ্বাস সংগ্রহের।
পূর্ব লন্ডনের হোম ভেনু ফ্লাই এমিরেটসে নাটকীয়ভাবেই অঘটন হজমের যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছে গানার খ্যাত আর্সেনাল। অভিজ্ঞ প্লে-মেকার হেনরি মিকিতারিয়ান ম্যাজিকে নিশ্চিত পরাজয়ের খেলায় পয়েন্ট ভাগাভাগির সৌভাগ্য স্বাগতিকদের। পূর্ব লন্ডন সফরে গানারদের বিপক্ষে প্রায় চার দশক পর প্রথম জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে হতাশ করেছে ওলভারহ্যাম্পটন। প্রথমে লিড নেয়ার পর একটানা ৭৩ মিনিট এগিয়ে থাকার খেলায় সফরকারীদের জয়বঞ্চিত দৃশ্যপটে মিকিতারিয়ান। ৮ মিনিট অবশিষ্ট থাকতে তার দর্শনীয় গোলেই ১-১ ব্যবধানে স্বস্তির ড্র আর্সেনালের। নাটকীয়ভাবে পয়েন্ট ভাগাভাগির কৃতিত্ব নিশ্চিত করেছে নতুন কোচ উনাই এমরির অধীনে গানারদের অপরাজিত থাকার রেকর্ডের ধারাবাহিকতাও। পশ্চিম লন্ডনের হোম ভেনুতে চেলসির প্রত্যাশিত জয়ের মিশনে বাদ সাধেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার অবিশ্বাস্য সব সেভের সুবাদে গোলশূন্য ড্র’তে হতাশাজনক সমাপ্তির ফাঁদে স্বাগতিকেরা। নিজদের মাঠের ফিকশ্চারে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের ব্যর্থতা ট্রফির রেসে কিছুটা হলেও পিছিয়ে দিয়েছে অল ব্লুজ খ্যাত চেলসিকে। ২০১৭ সালের চ্যাম্পিয়নদের সাথে পয়েন্টের ব্যবধান বেড়ে গেছে শীর্ষস্থানে থাকা ম্যানসিটির।
একক আধিপত্যে ডার্বি জেতায় চ্যাম্পিয়ন পেপ গার্ডিওলার দল ১২ খেলা শেষে অর্জন করেছে ৩২ পয়েন্ট। ম্যানচেস্টারের জায়ান্টদের চেয়ে ৪ পয়েন্ট কম সংগ্রহে তিন নম্বরে রয়েছে চেলসি। আরেক শিরোপাপ্রত্যাশী অল রেড খ্যাত লিভারপুল ১২ ম্যাচে ৩০ পয়েন্ট অর্জনে দখলে রেখেছে প্রিমিয়ার লিগের চলমান আসরের দুই নম্বর পজিশন।
সর্বশেষ দুই ম্যাচের প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ডার্বির জম্পেশ প্রস্তুতির স্পষ্ট প্রভাবের উপস্থিতি প্রকৃত লড়াইয়ে ম্যানসিটির পারফরম্যান্সেও। প্রতিপক্ষ বিচারে দলটির পারফেক্ট গেম প্ল্যান বাস্তবায়নে নেতৃত্ব দেন দলটির সিনিয়র ফুটবলাররা। জয় নিশ্চিত করার পাশাপাশি তারা নেতৃত্ব দেন নব্বই মিনিট খেলার নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতের মুঠোয় রাখার সাফল্যেও। ১২ মিনিটে ডেভিড সিলভার গোলে লিড ম্যানসিটির। দ্বিতীয়ার্ধের সূচনায় দৃশ্যপটে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। যৌথভাবে ডার্বির ইতিহাসে তার সর্বকালের সর্বোচ্চ অষ্টম গোলের কৃতিত্ব রচনায় ব্যবধান দ্বিগুণ স্বাগতিকদের। ১০ মিনিট পর দারুণ ফর্মে থাকা অ্যান্তোনিও মার্শিয়ালের গোলে সফরকারীদের খেলায় প্রত্যাবর্তনের আত্মবিশ্বাস দীর্ঘস্থায়ী হতে দেননি ম্যানসিটির আরেক সিনিয়র প্লে-মেকার গুনডোগান।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল