২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাকিব-তামিম ছাড়াও শক্তিশালী বাংলাদেশ

-

ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপে সিরিজে খেলতে হবে বাংলাদেশকে। প্রধান দুই তারকার না থাকাটা যেকোনো প্রতিপরে জন্য সুখবরই। জিম্বাবুয়েও তাই একটু নির্ভার হয়ে গতকাল একমাত্র অনুশীলন ম্যাচে মাঠে নামলেও বাংলাদেশ দল বুঝিয়ে দিয়েছে সাকিব-তামিম ছাড়াও বাংলাদেশ দল শক্তিশালী।
অবশ্য জিম্বাবুয়ে দলের দীর্ঘ দিনের সারথি হ্যামিল্টন মাসাকাদজাও মনে করেছিলেন, সাকিব-তামিম ছাড়াও খুব বেশি শক্তি হারাবে না বাংলাদেশ। জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারেরই রয়েছে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেবেন। নিজের অবস্থান থেকে শক্তির জানান দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ে দল সেটি করতে পারেনি।
সাকিব-তামিম না থাকা প্রসঙ্গে মাসাকাদজা বলেন, ‘দুইজনই বাংলাদেশের জন্য বড় খেলোয়াড়। তারা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই পারফর্ম করছে। বাংলাদেশের আরো অনেক খেলোয়াড় রয়েছে। আর কিছু বদলি খেলোয়াড়ও অপোয় আছে। আমার মনে হয় না সাকিব-তামিম না থাকায় তারা খুব একটা শক্তি হারাবে।’
তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচে পরাজয়। ২১ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ২০১৯ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। দণি আফ্রিকায় সব ম্যাচ হেরে বাংলাদেশে এসেছে। তারপরও বাংলাদেশের বিপে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে বিশ্বাস মাসাকাদজার, ‘অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের ভালো করার মতো খেলোয়াড় আছে। কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে এসেছে। একই সাথে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। ম্যাচ জেতার মতো দল আমাদের আছে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক খেলোয়াড় খেলে থাকেন। সেই সুবিধাও কাজে লাগাতে চান মাসাকাদজা, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। তারা গত কয়েক বছরে প্রমাণ করে আসছে। এখানে এসে খেলা সব সময়ই কঠিন। বাকি দেশগুলোর তুলনায় আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি। সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভালো অবস্থানে আছি। এই জন্যই আমি বিশ্বাস করি, এই সিরিজটি খুবই চ্যালেঞ্জিং হবে।’
এ দিকে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দেখতে বিকেএসপিতে গিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস ও স্পিন বোলিং কোচ সুনিল যোশি। ম্যাচ শুরুর বেশ আগেই মাঠে হাজির ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কোচদের সাথে প্রয়োজনীয় আলাপ সেরে নেন মাঠে বসেই। জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার বিসিবি একাদশে খেলেছেন। বাকিরা জাতীয় দল থেকে ছিটকে পড়া ও উদীয়মান ক্রিকেটার। নির্বাচকদের রাডারে থাকা সেই ক্রিকেটারদের পরখ করতেই মাঠে গিয়েছেন রোডস ও যোশি। জাতীয় দলে বিদেশী কোচিং স্টাফ নিয়োগপ্রক্রিয়া শুরু হওয়ার পর এমন চিত্র খুব একটা দেখা যায়নি অতীতে! গতকাল মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন না থাকায় সেই সুযোগ কাজে লাগান রোডস ও যোশি।


আরো সংবাদ



premium cement