২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সব স্বপ্ন সত্যি হয়েছে!

-

ফিফার দ্য বেস্ট লুকা মডরিচ। ফুটবলের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পদকনির্ধারণী মঞ্চের শ্রেষ্ঠত্ব তারকা হিসেবে তার উত্থানেই ইতি ঘটল রোনালদো-মেসির দ্বিমুখী লড়াইয়ের এক দশকের। সোমবার লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলরুমে ফিফার বার্ষিক আয়োজন বর্ণাঢ্য অ্যাওয়ার্ড বিতরণীর শ্রেষ্ঠ আকর্ষণ দ্য বেস্ট লুকা মডরিচেই মজেছে ফুটবল অঙ্গন। ক্যারিয়ারের অবিম্মরণীয় মুহূর্তে ফিফার সাথে কথোপকথনে ‘সব স্বপ্নের সার্থকতা’ হিসেবেই ক্রোয়েট প্লেমেকার আখ্যায়িত করেন ২০১৮ সালের মেন্স ফুটবলার অব দ্য ইয়ার জয়ের প্রতিক্রিয়ায়। ফিফাকে দেয়া ক্রোয়েট তারকার সাক্ষাৎকারের চুম্বক অংশ নিয়েই এই প্রতিবেদন:
ফিফা : কেমন লাগছে ক্যারিয়ারের প্রথম ফিফা দ্য বেস্ট জয়ের পর?
মডরিচ : অসাধারণ এক মুহূর্তের মুখোমুখি হয়েছি। আমি গর্বিত এখানে আসতে পেরে। বিশেষ এক রাত আজ আমার ব্যক্তিগত জীবনের। ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় অতিক্রম করছি।
ফিফা : সর্বমোট ৪ ক্যাটাগরির প্রতিনিধিত্বে দ্য বেস্ট নির্বাচিত হওয়া নিশ্চয়ই স্পেশাল অর্জন?
মডরিচ : অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে। সবচেয়ে বেশি মানুষের মতামতের ভিত্তিতে দ্য বেস্ট নির্বাচন পদকটির মাহাত্ম্যও বাড়িয়ে দিয়েছে।
ফিফা : রোনালদো-মেসির একক আধিপত্য ২০১৮-তে। আরো দ্য বেস্ট জিততে চান?
মডরিচ : ভবিষ্যৎই নির্ধারণ করবে। এই মুহূর্তে আমি বিষয়টি নিয়ে ভাবছি না। প্রথমবার সাফল্যের আনন্দ সবার সাথে শেয়ার করার প্রক্রিয়া নিয়েই আমার ব্যস্ত সময় কাটছে। অসংখ্য প্রতিভাবান ফুটবলার আছেন দ্য বেস্ট খেতাব অর্জনের রেসে। আমি একবার জিতেই খুশি। কারণ পরিশ্রম সার্থক হয়েছে।
ফিফা : ২০১৮ সালের পারফরম্যান্সের মূল্যায়নে কী বলবেন?
মডরিচ : দারুণ এক বছর পার করেছি। আমার ক্যারিয়ারের অন্যতম সেরা বছর কিছু সময় এখনো অবশিষ্ট রয়েছে। ক্রোয়েট জার্সিতে বিশ্বকাপে পারফরম করার বিষয়টি আমার ফুটবলীয় অধ্যায়ে চিরস্থায়ী জায়গা পাবে অবিচ্ছেদ্য অংশ হিসেবে। ক্লাব জার্সিতেও দারুণ কেটেছে বছরটি।
ফিফা : বাল্যকালে সবাই শ্রেষ্ঠ ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। আপনিও স্বপ্ন দেখতেন শ্রেষ্ঠত্বের?
মডরিচ : ক্যারিয়ারের শুরুতে সবাইকেই সেরা হওয়ার স্বপ্ন দেখতে হয়। শৈশবে আমি সর্বদা শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা পোষণ করেছি। বিষয়টি ন্যাচারাল। আমি কল্পনা করেছি একদিন শ্রেষ্ঠ ফুটবলারের মঞ্চ দখলে নেয়ার চিত্রনাট্য। ¯্রষ্টার প্রতি আমার কৃতজ্ঞতা। আজ সব স্বপ্ন সত্যি হয়েছে!


আরো সংবাদ



premium cement