১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দ্য বেস্ট লুকা মডরিচ

-

মাঠেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন লুকা মডরিচ। মধ্য মাঠে তার বল পায়ের কারিশম্যাটিক নৈপুণ্য এক্স ফ্যাক্টর ভূমিকা পালন করেছে রাশান মেগা আসরের ক্রোয়েশিয়ার বিস্ময়কর উত্থানে। ২০১৮ সালের ফিফা দ্য বেস্ট জমকালো আয়োজনের মধ্যমনি চিত্রনাট্যেও উদ্ভাসিত হলেন ক্রোয়েট প্লে-মেকার।
বিশ্বকাপের শ্রেষ্ঠ পারফরমারের আলোয় আলোকিত ফিফার বার্ষিক আওয়ার্ড বিতরণীর জমকালো আয়োজন। সোমবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল প্যালেসে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মডরিচের উত্থানে অবসান ঘটলো ফিফার শ্রেষ্ঠ ফুটবলার রেসে লায়নেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ১ দশকের আধিপত্যেরও।
ফেবারিট হিসেবেই ফিফার দ্য বেস্ট বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণীর আয়োজনে উপস্থিত হন লুকা মডরিচ। চূড়ান্ত ভোটাভুটিতেও বিজয়ী ক্রোয়েট প্লে-মেকার। শর্টলিস্টের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ও মিসরীয় বিস্ময় মোহাম্মদ সালাহকে টপকে ২০১৮ সালের ‘দ্য বেস্ট মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার’ ট্রফি জয়ের উল্লাসে মডরিচ। ফাইনালে পরাজয় সত্ত্বেও রাশান বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রিয়াল মাদ্রিদের ক্রোয়েট মিডফিল্ডার সম্প্রতি উয়েফার ২০১৮ সালের শ্রেষ্ঠ ফুটবলারের খেতাবও যায় তার দখলে। বিশ্বকাপের বছরের ফিফার অ্যাওয়ার্ড বিতরণীর শ্রেষ্ঠ কোচের দৌড়ের চূড়ান্ত বিজয়ী নির্ধারণে ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকায় সদ্য-সমাপ্ত রাশান মেগা আসর। ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী এলিট ক্লাবের তৃতীয় সদস্য ফরাসি কিংবদন্তি দিদিয়ের দেশাম জিতেছেন ২০১৮ সালের ‘ফিফা দ্য বেস্ট মেন্স কোচ অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড।
মহিলাদের ফিফা বর্ষসেরার রেসে প্রায় এক দশক পর শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্রাজিলীয় কিংবদন্তি মার্তার বিস্ময়কর উত্থান। সবাইকে অবাক করে তিনিই জিতেছেন ২০১৮ সালের ফিফা দ্য বেস্ট উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব। ২০১৭-১৮ মওসুমে ব্রাজিলকে কোপা আমেরিকার ট্রফি জেতানোর পাশাপাশি ক্লাব ফুটবলেও দাপুটে নৈপুণ্যের পুরস্কার হিসেবে লন্ডনের ফেস্টিভ্যাল হলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফা বর্ষসেরার অ্যাওয়ার্ড হাতে উদ্ভাসিত হ্যাসোজ্জ্বল মার্তা।
দ্য বেস্ট ‘মেন্স ফুটবলার অব দ্য ইয়ার’ রেসে হারলেও ফিফার বার্ষিক জমকালো আয়োজনের মঞ্চ থেকে শূন্য হাতে ফিরতে হয়নি হালের ক্রেজ মোহাম্মদ সালাহকে। ফিফার বর্ষসেরা গোলের দ্য পুসকাস পদক হাতেই বিজয়ীর মঞ্চ আলোকিত করেন লিভারপুলের সুপার স্টার। ইংলিশ জায়ান্টদের জার্সিতে গত মওসুমের প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সালাহর অতি-মানবীয় গোলটিকেই ভক্তরা বেছে নিয়েছেন ২০১৮ সালের পুসকাস পদকের জন্য। শর্টলিস্টের অন্তর্ভুক্ত প্রতিদ্বন্দ্বীর মধ্যে মিসরীর সুপার স্টারের গোলটির দখলে গেছে সর্বোচ্চ ৩৩ শতাংশ ভোট।
রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কৃতিত্ব রচনায় মধ্য মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে পারফরম করেছেন লুকা মডরিচ। ২০১৭-১৮ মওসুমের মহাদেশীয় ক্লাব ফুটবলের হ্যাটট্রিক ট্রফির স্বপ্নপূরণের রেশ না কাটতেই পরিশ্রমী প্লে-মেকারের উত্থান রাশান বিশ্বকাপের মাঠের লড়াইয়ের শ্রেষ্ঠ পারফরমারের চরিত্রে। ক্রোয়েটদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনালে প্রতিনিধিত্বে তিনিই মুখ্য ভূমিকা রাখেন। শিরোপার স্বপ্নপূরণ না হলেও ফিফার দ্য বেস্ট নির্বাচনের ভোটাভুটিতে একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করেছে তার শ্রেষ্ঠত্ব। ২৯ দশমিক শূন্য শতাংশ সমর্থনে ফুটবলে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ খেতাব জিতেছেন মডরিচ। দুইয়ে থাকা রোনালদো পেয়েছেন ১৯ দশমিক শূন্য ৮ শতাংশ সমর্থন।
ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড-২০১৮
মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার : লুকা মডরিচ
উইমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার : মার্তা
মেন্স কোচ অব দ্য ইয়ার : দিদিয়ের দেশাম
উইমেন্স কোচ অব দ্য ইয়ার : রেইনালদ পেড্রোস
গোলকিপার অব দ্য ইয়ার : থিও কতুয়া
পুসকাস অ্যাওয়ার্ড : মোহাম্মদ সালাহ
ফ্যান অ্যাওয়ার্ড : পেরু সাপোর্টারস
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : লেনার্ট
ফিফা বর্ষসেরা একাদশ
ডে গেয়া, দানি অ্যালভেজ, মার্সেলো, সার্জিও রামোস, রাফায়েল ভারান, এডিন হ্যাজার্ড, এনগলো কান্তে, লুকা মডরিচ, রোনালদো, এমবাপ্পে ও লায়নেল মেসি।


আরো সংবাদ



premium cement