১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মুস্তাফিজ ছিল ম্যাজিশিয়ান : মাশরাফি

মুস্তাফিজের শেষ বল। সফলতা নিশ্চিত বাংলাদেশের : এএফপি -

মাহমুদুুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের পর বল হাতে শেষ ওভারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে এবারের আসরের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে টাইগারেরা। আগামী ২৬ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচের লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে ১৫৩ বলে ১২৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৭ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ ও ইমরুল। এরপর নিজেদের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে সমান তালে লড়ছিল আফগানিস্তান। জয়ের জন্য ম্যাচের শেষ ওভারে ৮ রানের সমীকরণ নামিয়ে আনে আফগানরা। কিন্তু ওই ওভারে মুস্তাফিজ চার রানের বেশি না দেয়ায় ৩ রানে ম্যাচ জিতে নেয় টাইগারেরা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুস্তাফিজের প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাদ যাননি ম্যাচসেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদও। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘ম্যাচের শেষ দিকে মুস্তাফিজ ছিল ম্যাজিশিয়ান। এর আগে ৮-৯ রান আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু আজ আমরা তা করতে পেরেছি। এ ছাড়া সাকিব নিজের শেষ তিনটি বল খুবই ভালো করেছে। আমরা মুস্তাফিজকে শেষ ওভারে উইকেট নিতে বলেছিলাম। তবে সে দারুণ বল করেছে। এ ছাড়া মাহমুদুল্লাহ ও ইমরুলের কথাও বলতে হয়। ৫ উইকেট হারানোর পর এভাবে বড় জুটি গড়া সত্যিই প্রশংসনীয়।’
মাশরাফির মতো মুস্তাফিজের প্রশংসা করলেন ম্যাচসেরা খেলোয়াড় মাহমুদুুল্লাহ রিয়াদও। তিনি বলেন, ‘কন্ডিশন খুবই খারাপ ছিল। প্রচণ্ড গরম। তবে আমরা ম্যাচের শেষ দিকে ভালো বোলিংয়ের জন্য জয় পেয়েছি। কৃতিত্ব দিতে হবে মুস্তাফিজকে। আমরা জানতাম শেষ দিকে ভালো হিটার ব্যাটসম্যান আছে তাদের। যারা স্নায়ুচাপ নিতে পারবে। কিন্তু আজ আমরা জিতেছি। এটি দলগত প্রচেষ্টার ফল। দলের জয়ে অবদান রাখতে পারাটা সব সময়ই আনন্দের। আমি ও ইমরুল ভালো জুটি গড়েছিলাম। আমাদের শেষ পর্যন্ত খেলার পরিকল্পনা ছিলে। তবে শেষ পর্যন্ত বোলাররাই জিতিয়েছে আমাদের। আশা করছি পাকিস্তানের বিপক্ষেও আমরা সেরা পারফরম্যান্স করব।’


আরো সংবাদ



premium cement
ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক

সকল