১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

উজ্জীবিত জেরোনায় ড্রর দুঃস্বপ্ন বার্সার

-

হোঁচট খেল বার্সেলোনা। নতুন মওসুমের লা লিগায় চ্যাম্পিয়নদের পারফেক্ট সূচনা দৌড়েও ইতি ঘটল। হোম ভেনুতে প্রথমে তাদের লিড নেয়ার কৃতিত্ব ম্লান হয়েছে কাতালুনিয়ার ছোটো জেরোনার বিম্ময়কর কামব্যাক নৈপুণ্যে। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেলার ফায়দা লুফে নিতে কোনো ভুল হয়নি সফরকারীদের। ৭ মিনিটের বিধ্বংসী এক স্পেলে ক্রিশ্চিয়ান স্টুয়ানির স্মরণীয় ডাবল জেরোনাকে এগিয়ে দেয় পূর্ণ ৩ পয়েন্ট অর্জনের রেসে। কিন্তু বাধ সাধেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকু। নির্ধারিত সময় শেষের ২৭ মিনিট আগে উদ্ভাসিত হন স্বাগতিকদের রক্ষাকর্তার ভূমিকায়। তার দুর্দান্ত এক হেডের গোল ভেস্তে দেয় জেরোনার স্মরণীয় জয়োৎসবের প্রস্তুতি। ক্যাম্প-ন্যুতে অনুষ্ঠিত লা লিগার আলোচিত খেলায় স্টুয়ানির দুর্দান্ত ডাবল সত্ত্বেও ২-২ গোলের ড্র’তে সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের।
জেরোনার বিপক্ষে ড্র’তে লা লিগার ২০১৮-১৯ মওসুমের শিরোপা রেসে দুই পয়েন্টের লিডও হাতছাড়া হয়েছে বার্সেলোনার। তবে গোলগড়ে এগিয়ে থাকার সুবাদে ৫ খেলা শেষে চ্যাম্পিয়নদের দখলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। কাতালুনিয়ার জায়ান্টদের সংগ্রহ ১৩ পয়েন্ট। নতুন মওসুমের ট্রফির রেসের ৫ ম্যাচ শেষে তাদের চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ১৫ পয়েন্ট অর্জন করেছে। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় মাদ্রিদের জায়ান্টদের অবস্থান দুইয়ে।
লা লিগার প্রথম ৪ খেলায় একটানা জয়ী বার্সেলোনার পঞ্চম ম্যাচের সূচনাও হয় চমৎকার। ১৯ মিনিটে আর্জেন্টাইন সেনসেশন লায়নেল মেসির গোলে লিড স্বাগতিকদের। ২০১৮ সালে স্পেনের চ্যাম্পিয়নদের জার্সিতে সব ফরম্যাটের ফুটবলে ৩৬ ম্যাচে তার ৩৪তম গোল বার্সাকেও এগিয়ে দেয় টানা পঞ্চম জয়ের রেসে। কিন্তু ৩৭ মিনিটে খেলায় নাটকীয় মোড় কাতালান জার্সিতে ক্লেমেন্তের লাল কার্ড দুঃস্বপ্নের অভিষেক যন্ত্রণায়। বিরতির আগেই দশজনে পরিণত বার্সেলোনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার সুযোগ লুফে নিতেও সময়ক্ষেপণ করেনি সফরকারীরা। গত মওসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার খেলায় স্মরণীয় জেরোনার স্মরণীয় জয়োৎসবে নেতৃত্ব দেয়া স্টুয়ানি স্বমহিমায় উদ্ভাসিত হন ক্যাম্প-ন্যুতেও। ৭ মিনিটের ব্যবধানে তার ব্যক্তিগত ডাবলে বিধ্বস্ত বার্সেলোনা শিবিরে শঙ্কা মওসুমের প্রথম পরাজয়ের। ৪৫ মিনিটে জেরোনাকে সমতায় ফেরান স্টুয়ানি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে তার দুর্দান্ত ফিনিশিংয়ের গোলে ২-১ ব্যবধানে সফরকারীদের লিডে পিনপতন নীরবতা দর্শকে ঠাসা ক্যাম্প-ন্যুতে। তবে পিছিয়ে পড়ার পরই ১০ জনের বার্সেলোনার বিধ্বংসী রূপ দেখেছে জেরোনা। দলটির রক্ষণভাগে আক্রমণের ঝড় বইয়ে দেন মেসি-সুয়ারেজ সমন্বিত স্বাগতিক অ্যাটাক। একপর্যায়ে সাফল্যও ধরা দেয় তাদের সৌভাগ্যে। ৬৩ মিনিটে পিকুর হেডের গোলেই ৩৯ ম্যাচে উন্নীত হয়েছে হোম ভেনুতে বার্সেলোনার লা লিগায় একটানা অপরাজিত থাকার রেকর্ড!


আরো সংবাদ



premium cement