২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রেডিয়েন্টের জালে বসুন্ধরার গোল উৎসব

-

নিজেদের ঘরে প্রাক মওসুম প্রস্তুতি দারুণভাবে শুরু করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। ফিফা আন্তর্জাতিক ক্লাব প্রীতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের এই ক্লাবটি। গত শুক্রবার বিকেলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে বসুন্ধরা কিংস। খেলা শুরুর ১৭ মিনিটে বসুন্ধরার হয়ে প্রথম গোলটি করেন হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোট। এর ৪ মিনিটের ব্যবধানে আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন কিংসের অধিনায়ক তৌহিদুল আলম সবুজ। বিরতির পর বসুন্ধরা কিংসের বদলি খেলোয়ার গান্বিয়ান ফরোয়ার্ড ওসমান জেলো ও মাহবুবুর রহমান সুফিল আরো একটি করে গোল করেন। খেলার ৬০ মিনিটে একে একে ৪টি গোল মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের জালে প্রবেশ করান বসুন্ধরা কিংসের খেলোয়ারেরা। খেলার ৬৩ মিনিটে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের কিপসন অথুহেরি ১টি গোল করেন। একটি পেনাল্টি মিস করেন অতিথি খেলোয়াররা। আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি উপভোগ করেন নীলফামারীর প্রায় ১৫ হাজার দর্শক। সংস্কৃতিমন্ত্রী আসাদুজামান নূর এমপি, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই ম্যাচে বসুন্ধরার হয়ে মাঠে খেলেন রাশিয়া বিশ্বকাপে খেলা তারকা ড্যানিয়েল কলিনড্রেস। কোস্টারিকার এই ফরোয়ার্ডের সাথে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। বিশেষ করে এই বিশ্বকাপ খেলা তারকাকে দেখতে দর্শকরা আসেন স্টেডিয়ামে। খেলা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রর প্রথম পুরস্কার ছিল একটি ১০০ সিসি মোটরসাইকেল।
এদিকে এই ম্যাচকে ঘিরে নীলফামারীবাসী আরো একবার মেতে ছিল ফুটবল আনন্দে। কিছু দিন আগে একই স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এই ম্যাচটি প্রায় ৩০ হাজার দর্শক উপভোগ করেন।

 


আরো সংবাদ



premium cement