১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ক্যাসিয়াসের রেকর্ড

-

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘ডি’র লড়াইয়ে জার্মান কাব শালকের বিপক্ষে পোর্তোর হয়ে খেলতে নেমেছিলেন ইকাস ক্যাসিয়াস। আর এ ম্যাচের মাধ্যমে অনন্য এক মাইফলক স্পর্শ করেছেন স্প্যানিশ এই অভিজ্ঞ গোলরক্ষক। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন ক্যাসিয়াস। সব মিলিয়ে ১৭১টি ম্যাচ খেলে রেকর্ড সৃষ্টি করা ক্যাসিয়াস এবার ক্যারিয়ারে ২০টি ভিন্ন চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলে আরেকটি রেকর্ড সৃষ্টি করেছেন। ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে তার ইউরোপের সর্বোচ্চ লিগে অভিষেক হয়েছিল। ওই ম্যাচে ১৮ বছর ১৭৭ দিন বয়সে খেলতে নেমে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক হিসেবে ক্যাসিয়াস যাত্রা শুরু করেছিলেন।

 


আরো সংবাদ



premium cement