১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্কুল হ্যান্ডবলের রজতজয়ন্তী

-

২৫ বছরের দ্বারপ্রান্তে স্কুল হ্যান্ডবল। শুরু থেকে এটির স্পন্সর বাটা কোম্পানি হওয়ায় যেটি বেশ সুনাম কুড়িয়েছে বাটা স্কুল হ্যান্ডবল নামে। ১৭ বছর একটানা স্কুল হ্যান্ডবলের স্পন্সর থাকলেও একটা সময় অজানা কারণে সরে যায় বাটা। তারপর সবার নজরে আসতে সক্ষম হয়েছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ। যেটি পোলার আইসক্রিম নামে পরিচিত। ৮ বছর ধরে আছে তারা এই টুর্নামেন্টের সাথে। স্কুলের ছাত্রছাত্রীরা আইসক্রিমের প্রতি অনুরক্ত হওয়ায় কোম্পানিটিও চাইছে শিশুদের সাথে সম্পৃক্ত থাকতে। ২৫তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে রজত জয়ন্তী উপলক্ষে ২১ সেপ্টেম্বর সকাল ৮টায় হ্যান্ডবল স্টেডিয়াম থেকে এক র্যালির আয়োজন করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
২১ সেপ্টেম্বর শুক্রবার রজন্ত জয়ন্তীতে র্যালি হলেও তার আগের দিন ২০ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে পোলার আইসক্রিম ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। বালক বিভাগে ৬,১০,৫০০ এবং বালিকা বিভাগে ৫,৭৭,৬০০ টাকা বাজেটের পুরোটাই দিচ্ছে পোলার আইসক্রিম। ঢাকা মহানগরীর মোট ৩৬টি স্কুল হ্যান্ডবল দল (বালক বিভাগে ২০টি এবং বালিকা বিভাগে ১৬টি) অংশ নিচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ফেডারেশনের কর্তারা।


আরো সংবাদ



premium cement