২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং

-

শ্রীলঙ্কায় এশিয়ান মেন্স ভলিবলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সুগাথাদাসা ইনডোর স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় খেলা পড়েছে ‘এ’ গ্রুপের চতুর্থ হওয়া দলটির সাথে। শক্তির বিচারে কিছুটা দুর্বল হওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল প্রায় নিশ্চিত। তারপরও আলীপোর অরোজির শিষ্যরা সমীহই করছে হংকংকে। তারা সেরাটা দিয়েই ধাপে ধাপে এগোতে চায়।
কলম্বোতে প্রথম ম্যাচটিই ছিল বাংলাদেশের একটু বাধা। ইরাকের সাথে লড়াই করেও পেরে উঠেনি। প্রথম সেটে জয়ী হয়ে চমক দেখায় বাংলাদেশ। এরপর চতুর্থ সেটে সমতায় আসার পর পঞ্চম সেটে হারলে ইরাক ম্যাচটি জিতে নেয় ৩-২ সেটে। বাকি ম্যাচগুলোতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাহুল রায় বাহিনীকে। আমিরাতকে সরাসরি ৩-০ ও মঙ্গোলিয়াকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাম লিখায় কোয়ার্টারে।
দলের সহকারী কোচ ইমদাদুল হক মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘ছেলেরা অনেক কষ্ট করছে। প্রতিটি ম্যাচেই তারা উন্নতি করছে। যথাসাধ্য লড়াইয়ের চেষ্টা করছে। আশা করছি আগামীকালের (আজ) ম্যাচটিতেও সেরাটা দেবে তারা। চ্যাম্পিয়ন হওয়াতে অন্য গ্রুপের চতুর্থ দল হংকংয়ের সাথে খেলা হবে। তবে দলের কেউ এতে অতি আত্মবিশ্বাসী নয়। তারা তাদের সাধারণ খেলাটাই খেলতে উদগ্রীব। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা আমাদের। হংকংকে সমীহ করেই চোখ আমাদের সেমিফাইনালে।’
দিনের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব-মঙ্গোলিয়া, মালয়েশিয়া-ইরাক ও শ্রীলঙ্কা-আমিরাত। বাংলাদেশ জয়ী হলে আগামীকাল বিকেল ৪টায় খেলা পড়বে সৌদি আরব ও মঙ্গোলিয়া জয়ী দলের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement