২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোচিংয়ে পুনর্জন্মের উচ্ছ্বাস ম্যারাডোনার

-

মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দায়িত্ব গ্রহণকে কোচিং ক্যারিয়ারের পুনর্জন্ম হিসেবে অ্যাখ্যায়িত করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সম্প্রতি অবসান হয়েছে তার দ্বিতীয় মেয়াদে কোচিং ক্যারিয়ারের পুনরুত্থান প্রক্রিয়ার দীর্ঘ প্রতীক্ষার!
চলতি মাসের প্রথম সপ্তাহে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল ডোরাডোসের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা। কোচিং ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জকে ছিয়াশির বিশ্বচ্যাম্পিয়ন সুপারস্টার হাতিকে কাঁধে বসিয়ে এগিয়ে যাওয়ার সাথে তুলনা করেন। প্রতি ম্যাচে জয়ের প্রত্যয়ে তার দল মাঠে নামবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ডোরাডোসের নতুন কোচ হিসেবে প্রথমবারের মতো সাংবাদিকদের ব্রিফিংয়ে ব্যক্তিগত লক্ষ্যের ব্যাপারে এ সব কথা জানান দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, ‘জিততেই খেলব। রক্ষণাত্মক ফুটবল আমার মোটেও পছন্দ নয়। আমি নির্দিষ্ট মিশন নিয়েই এসেছি। দলীয় ঐক্যের মাধ্যমে অর্জিত সাফল্যের সাথে কিছুর তুলনা চলে না।’
মেক্সিকোর সিনালোয়া প্রদেশের ক্লাব ডোরাডোস। ক্লাবটির কোচ হিসেবে পথচলার সূচনাতেই কঠিন চ্যালেঞ্জ থাকছে ম্যারাডোনার সামনে। বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় বিভাগ লিগা আসেনসো রেসের ১৩ নম্বরে অবস্থান ক্লাবটির। চলতি মওসুমের প্রথম ৬ খেলার একটিতেও জয়ের সৌভাগ্য হয়নি তাদের। পারফরম্যান্স বিচারে কঠিন সময়ের আবর্তে আটকা ডোরাডোসের নতুন উত্থানের প্রয়োজনে জান বাজি রেখে পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি বেড়াতে আসিনি। সম্পূর্ণ মনোযোগ সহকারে কাজ করতেই এসেছি। কঠিন পরিশ্রমের চ্যালেঞ্জ দৃঢ় প্রত্যয়ে মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে। আল-ফুজাইরার কোচ হিসেবে প্রতিদিন ট্রেনিংয়ে যোগ দেয়ার প্রয়োজনে ৩০০ কিলোমিটার নিজে ড্রাইভ করেছি।’
বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশে নতুন কোচ দিয়েগো ম্যারাডোনাকে বরণ করেছে ডোরাডাসের ভক্তরা। কোচ হিসেবে ক্লাবের প্রথম অনুশীলনে আর্জেন্টাইন কিংবদন্তিকে জমকালো আয়োজন সংবলিত অভ্যর্থনা দিতেও ভুল হয়নি স্থানীয়দের। ক্লাবটির হোম ভেনুর স্টেডিয়াম ছেয়ে যায় ম্যারাডোনার প্রতিকৃতি সংবলিত প্ল্যাকার্ডে। ম্যারাডোনায় উচ্ছ্বসিত এক ভক্তের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে, ‘আমরা আপনাকে বিশ্বাস করি, দিয়েগো। সমালোচনা নয়, আপনার জন্য শুধুই বন্দনা আমাদের পক্ষ থেকে।’

 


আরো সংবাদ



premium cement