২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শুভসূচনার উৎসব রোনালদোবিহীন পর্তুগালের

-

পর্তুগাল-ইতালি হাইভোল্টেজ দ্বৈরত। কিন্তু দল দু’টির লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি! প্রি-ম্যাচ ব্রিফিংয়ে ইতালির কোচ রর্বাতো মানচিনির কথপোকথনের বড় অংশের মুখ্য বিষয় হিসেবে উদ্ভাসিত সদ্য জুভেন্টাসে যোগ দেয়া পর্তুগালের অধিনায়ক। তবে মহাদেশীয় ফুটবলের দুই জায়ান্টের মাঠের লড়াইয়ে রোনালদোর অনুপস্থিতি বাদ সাধতে পারেনি পর্তুগিজদের দারুণ এক জয়োৎসবে।
সোমবার লিসবনে অনুষ্ঠিত আলোচিত ম্যাচের চ্যালেঞ্জে যোগ্যতম দল হিসেবেই নেশনস লিগে শুভ সূচনার উল্লাসে ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল। এ গ্রুপের তিন নম্বর ব্লকের উত্তেজনায় ঠাসা বিগ ম্যাচে সুপারস্টার রোনালদোবিহীন স্বাগতিকেরা ১-০ গোলে ইতালিকে হারিয়ে দেয়। একই দিনের অন্য খেলায় দুর্দান্ত জয়ের কৃর্তিত্বের প্রদর্শনীতে শিরোনামে তুরস্ক। ২ গোলে পিছিয়ে পড়ার পরও তাদের অসাধারণ কামব্যাক সাফল্যের উৎসবের অসহায় দর্শক স্বাগতিক সুইডেন। ঐতিহাসিক ফ্রেন্ডস অ্যারিনার অনুষ্ঠিত বি গ্রুপের দুই নম্বর ব্লকের রুদ্ধশ্বাস লড়াই সত্ত্বেও দুঃসহ এক পরাজয়ের যন্ত্রণা হজম সুইডেনের। স্বাগতিকদের নাটকীয়ভাবে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগের প্রথম জয়োৎসব তুরস্কের। নির্ধারিত সময় শেষের ২ মিনিট আগে দলটিকে ২-২ গোলে সমতায় ফেরানো আকাবা ইনজুরি টাইমে স্মরণীয় জয়ও নিশ্চিত করেন ব্যক্তিগত ডাবলে। ৫ মিনিটের বিধ্বংসী এক স্পেলে মিডফিল্ডার আকাবার ২ গোলের ম্যাজিক এক্স ফ্যাক্টর ভূমিকা পালন করেছে তুরস্কের অবিস্মরণীয় কামব্যাক সাফল্যে। ২৫ বছর বয়সী প্লে- মেকারের ডাবল বিফলে পর্যবসিত করেছে দ্বিতীয়ার্ধের সূচনায় সুইডেনের ২ গোলের লিডের কৃর্তিত্ব। জয়ের হটসিটে সমাসীন দলটি শেষ পর্যন্ত হজম করেছে অকল্পনীয় হার।
ডি গ্রুপের তুলনামূলক কম শক্তির দলগুলোর মধ্যকার নেশনস লিগের লড়াইয়ে বাজিমাত অব্যাহত রেখেছে কসোভো। ২ খেলা শেষে তাদের অবস্থান ৩ নম্বর ব্লকের শীর্ষস্থানে। ড্রতে টুর্নামেন্টে সূচনার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়োৎসব কসোভোর। হোম ভেনুতে দাপুটে নৈপুণ্যেই তারা ২-০ গোলে হারিয়ে দেয় ফরো আইসল্যান্ডকে। একই ব্লকের অন্য খেলায় মাল্টার বিপক্ষে ১-১ গোলের ড্রতেই আজারবাইজানকে সন্তুষ্ট থাকতে হয়েছে।
দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস সি গ্রুপের সমশক্তির চার দলের। ৪ নম্বর ব্লকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ২ খেলা শেষে যৌথভাবে মন্টিনেগ্রো ও সার্বিয়ার দখলে শীর্ষস্থান। নিজেদের দ্বিতীয় খেলায় নেশনস লিগের প্রথম জয়ের উৎসবে মন্টিনিগ্রো। হোম ভেনুর ম্যাচে দলটি ২-০ গোলে জিতেছে লিথুনিয়ার বিপক্ষে। একই দিনে স্বাগতিক সার্বিয়াকে ২-২ গোলে রুখে দেয় রুমানিয়া। এ দিকে একই গ্রুপের ১ নম্বর ব্লকের শ্রেষ্ঠত্বের রেসে শুভসূচনা করেছে স্কটল্যান্ড। হোম ভেনু হ্যাম্পডেন পার্কের
লড়াইয়ে স্কটিশদের ২-০ গোলের উল্লাসের দর্শক সফরকারী আলবেনিয়া।
পর্তুগালের নেশনস লিগের প্রত্যাশিত সূচনায় শঙ্কা হিসেবেই উদ্ভাসিত হয় ক্রিশ্চিয়ানো রোনালদো অনুপস্থিতি। লিসবন স্টেডিয়ামে দলের সেরা খেলোয়ারের শূন্যতাও অনুভব করেছেন ভক্তরা। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে তাদের ঘরে প্রত্যাবর্তনে কোনো বাধা হতে পারেনি জুভেন্টাস তারকার অনুপস্থিতি। উদীয়মান স্ট্রাইকার আন্দ্রে সিলভার চমৎকার ফিনিশিংয়ের গোলে জয়োৎসবেই নেশনস লিগের সূচনা নিশ্চিত পর্তুগিজদের। ৪৮ মিনিটে দলীয় কাউন্টার অ্যাটাক থেকে তার নিখুঁত শটের গোলে টুর্নামেন্টের উদ্বোধনীতে ৩ পয়েন্ট অর্জনের সাফল্য পর্তুগালের।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল