১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাফে তারুণ্যনির্ভর ভুটান

ফাইনালে যাওয়ার মিশনে ভুটানের গোলমুখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা দলের আক্রমণ। এ ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে জিতেছে :বাফুফে -

কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন বাংলাদেশ দলের ফুটবলাররা। আগের সেই ভুটান দলকে পাচ্ছে না তারা। তাদের জতীয় দলে ব্যাপক পরিবর্তন। নেই পুরাতন কোচও। নতুন কোচের অধীনে প্রায় নতুন দল ভুটানের। এদের নিয়ে তাদের প্রস্তুতি চলছে ঢাকা সাফের জন্য। এখন থিম্পুতেই অনুশীলনে ব্যস্ত ভুটান জাতীয় ফুটবল দল। এতেই থেমে থাকছে না তারা। ২৬ আগস্ট তারা থাইল্যান্ড যাবে তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। সেখান থেকে সরাসরি ঢাকায়। এরপর ৪ সেপ্টেম্বর বাংলাদেশের সাথে সাফের প্রথম ম্যাচ এই পাহাড়ি দেশটির। ভুটান ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে এই তথ্য।
বাংলাদেশ পুরুষ সিনিয়র জাতীয় দলের জন্য একসাথে দুই মিশন ভুটানের বিপক্ষে। শিরোপা পুনরুদ্ধারের জন্য এবারের সাফ ফুটবল জয় দিয়ে শুরু করতে হবে তাদের। সেই সাথে ভুটানের বিপক্ষে প্রতিশোধ পর্বও। এশিয়ান কাপ বাছাই প্লে-অফে ঢাকায় গোল মিসের মহড়া দিয়ে গোলশূন্য ড্র ভুটানের সাথে। এরপর থিম্পুতে এসে সাফের সবচেয়ে দুর্বল এই দেশের কাছে ১-৩-এ লজ্জাজনক হার বাংলাদেশের, যা লাল-সবুজদের বিপক্ষে প্রথম জয় তাদের। ২০১৬ সালের ১০ অক্টোবরের ঘটনা এটি। ওই হারের পর আর কোনো আন্তর্জাতিক আসর খেলা হয়নি বাংলাদেশের। নেই ফিফা টায়ার ওয়ান প্রীতি ম্যাচে কোনো জয়ও। লাওসের সাথে মার্চে ভিয়েনতিয়েনে ২-২ গোলে ড্রই তাদের সর্বশেষ সাফল্য। ভুটান ট্র্যাজেডির পর দুই দফা বাংলাদেশ দলে কোচের পরিবর্তন। বেলজিয়ামের টম সেইন্ট ফিটের পর ইংলিশ অ্যান্ড্রু অর্ড। এখন জাতীয় দলের দায়িত্বে আরেক ব্রিটিশ জেমি ডে। টম সেইন্ট ফিটের দলের হারের পর এখন জেমি ডের দলের কাঁধে বর্তেছে প্রতিশোধ নেয়ার পালা। জামাল-মামুনুলরা কি পারবেন সাফে ভুটানের বিপক্ষে জয় দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে?
ভুটান ফেডারেশনের সাধারণ সম্পাদক উগেন ওয়াংচুক জানালেন, ‘নতুন ব্রিটিশ কোচ ট্রেভর মরগানই আগের জাতীয় দলের প্রায় সব ফুটবলারকে বাদ দিয়ে নতুনভাবে দল সাজিয়েছে। তা ফুটবলারদের লিগের পারফরম্যান্স দেখেই। আগের জাতীয় দলের বেশির ভাগই খুব বাজে খেলেছে এবারের লিগে। যে কারণে সর্বশেষ মার্চে খেলা জাতীয় দলের মাত্র তিনজনকে রেখে নতুনভাবে শুরু করেছেন।’ ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি মিন্দু দর্জির দেয়া তথ্য, বর্তমান জাতীয় দলের বেশির ভাগেরই বয়স ২১-২২-এর মধ্যে। নতুন কোচ সব কিছুই নতুনভাবে শুরু করার পরিকল্পনা নিয়েছেন।
সাবেক কোচ টরস্টেনের অধীনেই বাংলাদেশের বিপক্ষে জয় ভুটানের। উগেন জানান, ‘টরস্টেনকে মাত্র ১ হাজার ডলার বেতন দেয়া হতো। কিন্তু পরে তিনি ৫ হাজার ডলার বেতন দাবি করেন। ফলে তাকে বাদ দিতে বাধ্য হয়েছি।’ অবশ্য নতুন কোচের বেতনের কথা উল্লেখ করলেন না ভুটানের সেক্রেটারি।
সাফের প্রস্তুতি হিসেবে ভুটান থাইল্যান্ডে গিয়ে যে তিনটি ম্যাচ খেলবে তাতে দু’টি দল থাই প্রিমিয়ার লিগের। এর একটি হলো ব্যাংকক গ্লাস এফসি। তাদের তৃতীয় ম্যাচ দ্বিতীয় বিভাগের দলের বিপক্ষে। সাফে বাংলাদেশের গ্রুপে আছে ভুটান ছাড়াও নেপাল ও পাকিস্তান। লাল-সবুজেরা অবশ্য এখন জাকার্তা এশিয়ান গেমসে ম্যাচ খেলছে। এরপর ঢাকায় ফিরে শ্রীলঙ্কার সাথে ২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে নিলফামারীতে।


আরো সংবাদ



premium cement