২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গণমাধ্যমে ‘উপহাস’ মেসিদের

-

স্টেডিয়ামের স্ট্যান্ডে অশ্রুসিক্ত দিয়েগো ম্যারাডোনা। যন্ত্রণায় ফুঁসছে আর্জেন্টিনা। বিক্ষুব্ধ ভক্ত হৃদয়ের বাস্তব প্রতিচ্ছবি দেশটির গণমাধ্যম। উপহাসের পাত্র মেসি অ্যান্ড কোং। সমালোচনার কেন্দ্রবিন্দুতে অধিনায়কের পারফরম্যান্স ও কোচ সামপাওলির ভূমিকা। বৃহস্পতিবার ফিফার ২১তম বিশ্বকাপের ডি গ্রুপে ক্রোয়েশিয়ার কাছে বিধ্বস্ত টিম আর্জেন্টিনার পারফরম্যান্সের সমালোচনা প্রধান শিরোনাম স্থানীয় গণমাধ্যমের।
লা ন্যাসিওনালের আক্রমণের কেন্দ্রবিন্দুতে কোচ জর্জ সামপাওলি। তাদের দাবি, বর্তমান কোচের আত্মবিশ্বাসবিহীন দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। ফুটবলারদের মধ্যে জয়ের আকাক্সা একদমই অনুপস্থিতি। মাঠের নড়াচড়ায় মনে হয় রোগাক্রান্ত একটি দল। ক্রোনিকা টিভির একজন উপস্থাপক প্রশ্ন তুলেছেন, ‘ইস মেসি বেটার অন ভিডিও গেমস দ্যান ইন রিয়েল লাইফ’।
রাশান বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার ছন্নছড়া নৈপুণ্যে চরম ক্ষুব্ধ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন মিডফিল্ডার অসভালদো অরদিলেস। বর্তমান দলটিকে ইতিহাসের নিকৃষ্টতম বলতেও দ্বিধা করেননি। কোচ সামপাওলিকে অহঙ্কারী ও অজ্ঞ হিসেবে খ্যাতি দেন আর্জেন্টাইন জার্সিতে দুই বিশ্বকাপ জেতা কিংবদন্তি। তিনি বলেন, ‘‘বিশ্বের সেরা ফুটবলার হাতে পেরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল উপহার দিতে ব্যর্থ সামপাওলি। তার প্ল্যান ‘এ’ মেসিকে বল পাস দেয়া। এরপর অপেক্ষা ম্যাজিকের। তবে প্ল্যান এ ব্যর্থ হলে কিছুই ঘটবে না। টানা দুই ম্যাচে ওই বাস্তবতা দেখলাম।’’ বার্সেলোনা সেনসেশন মেসির সমালোচনাও এড়িয়ে গেছেন অরদিলিস। তার বিশ্বাস, মেসির জন্মভূমি হিসেবে গর্বিতবোধ করার প্রয়োজন রয়েছে আর্জেন্টিনার।
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয়শূন্য আর্জেন্টিনা। নেশনি স্টেডিয়ামে ক্রোয়েটদের কাছে ৩-০ গোলের হার নকআউটের আগেই বিদায়ের লজ্জা হজমের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। তবে সব আশা শেষ হয়নি আর্জেন্টাইনদের দ্বিতীয় রাউন্ডে উন্নীতের। কিন্তু সমীকরণ বড়ই জটিল। শেষ ম্যাচে জিততেই হবে নাইজেরিয়ার বিপক্ষে। এরপর প্রার্থনা ও অপেক্ষা গ্রুপের অন্য খেলার ফলাফল অনুকূলে থাকার। বিষয়টির যথার্থ উপলব্ধি থেকেই কারিন হেডলাইন করেছে, ‘এখন নাইজেরিয়া হারাও ও প্রার্থনা করো’। আর্জেন্টিনার অন্যান্য গণমাধ্যমগুলো বিন্দুমাত্র সান্ত্বনার ধার ধারেনি মেসিদের জন্য অবমাননাকর হেডলাইন বেছে নেয়ায়। স্পোর্টস দৈনিক ওলে ক্রোয়েটদের কাছে হারের প্রতিবেদনের শিরোনাম হিসেবে বেছে নিয়েছে ‘ক্রোধের রাত্রি’।

 


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী

সকল