২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ক্রোয়েশিয়া ‘টেস্ট’ আর্জেন্টিনার

আর্জেন্টিনার অনুশীলনে মেসি বল নিয়ে। তার পাশে সতীর্থরা :এএফপি -

আর্জেন্টিনার বিশ্বকাপ সূচনার পারফরম্যান্সে প্রত্যাশা ও প্রাপ্তির বিস্তর ফারাক। হতাশ দলটির অসংখ্য ভক্ত। তাদের টেনশনও বাড়িয়ে দিয়েছে সর্বোচ্চ নির্ভরতার প্রতীক লায়নেল মেসির ২১তম বিশ্বকাপের সাদামাটা নৈপুণ্য। টুর্নামেন্টে শুভসূচনার সুযোগ লুফে নেয়ার রেসে ¯œায়ুচাপের কাছে হার হজম কাব ফুটবলের অহরহ ম্যাচ উইনার বার্সা সেনসেশন। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসে খোদ মেসিও হতাশ। তবে ২০১৮ সালের বিশ্বকাপে সাফল্যের মিশনে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের সব দুয়ার বন্ধ হয়ে যায়নি আর্জেন্টাইন অধিনায়কের। কিন্তু গ্রুপ পর্বের বাধা টপকে লাতিন জায়ান্টদের স্বপ্ন পূরণের পথযাত্রা অব্যাহত রাখার প্রশ্নে দ্বিতীয় ব্যর্থতার ঝুঁকি গ্রহণেরও কোনো সুযোগ নেই মেসির সামনে।
পারফরম্যান্স অথবা অপমান লজ্জা হজমের অ্যাসিড টেস্টের কঠিন চ্যালেঞ্জে টিম আর্জেন্টিনা। তাদের জন্য একপ্রকার মাস্টউইন ম্যাচের সমীকরণে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় লড়াই। অপ্রত্যাশিত ড্রতে টুর্নামেন্টের সূচনায় দলটির ফুটবলারদের মানসিক চাপও বেড়েছে। গ্রুপ অব ডেথ খ্যাত ডি ব্লক থেকে নকআউটে ওঠার রেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় পারফরম করার কোনো বিকল্প নেই তাদের সামনে। চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার ভবিষ্যৎ নির্ধারণী ম্যাচের লড়াইয়ে আজ মাঠে নামছে মেসি অ্যান্ড কোং। ম্যাক্সিম গোর্কির নগরী হিসেবে সুপরিচিত নেশনি নভোগ্রাদ স্টেডিয়ামের মাস্টউইন খেলায় দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইউরোপের লড়াকু দল ক্রোয়েশিয়া।
রাশান মেগা আসরে ইতোমধ্যে ক্রোয়েটরা সামর্থ্যরে স্বাক্ষর রেখেছে। ডি গ্রুপের একমাত্র দল হিসেবে জিতেছে নিজেদের প্রথম ম্যাচে। গ্রুপের শীর্ষস্থানও তাদের দখলে। ইউরোপীয় কাব ফুটবলের প্রতিষ্ঠিত প্লে-মেকারে ঠাসা দলটির টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যেই অংশ নেবে গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায়। ড্রতেও বড় ধরনের কোনো সঙ্কট তৈরি হবে না তাদের নক আউটের স্বপ্ন পূরণে। পুরোপুরি চাপমুক্ত থেকে আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলার অ্যাডভান্টেজ লুফে নেয়ার পথ উন্মুক্ত রয়েছে ক্রোয়েটদের।
মধ্যমাঠ ক্রোয়েশিয়ার সবচেয়ে শক্তিশালী বিভাগ। লুকা মডরিচ, র‌্যাকিচিচ ও পেরিসিচে সমৃদ্ধ দলটির মিডফিল্ডের চ্যালেঞ্জ মোকাবেলার কাজটি মোটেও সহজ নয়। দীর্ঘদেহী ফলস নাইন মারিও মানজুকিচের উচ্চতা দুশ্চিন্তার অন্যতম কারণ হবে আর্জেন্টাইন রক্ষণভাগের। তাদের চাপ আরো বৃদ্ধির সক্ষমতা মাঠের নৈপুণ্যেই প্রমাণ করেছেন ক্রোয়েট জার্সি গায়ে ১০ খেলায় ৪ গোল করা স্ট্রাইকার ক্রামারিচ। আজ পারফেক্ট পারফরম্যান্স প্রদর্শনের এক ফুটবল ম্যাচের চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনার ডিফেন্স ইউনিটের সামনে।
আইসল্যান্ডের বিপক্ষে সামর্থ্যরে স্বাক্ষর রাখতে ব্যর্থ মেসিতে সমৃদ্ধ আর্জেন্টাইন অ্যাটাক। বার্সা সেনসেশন কম্বিনেশনে দলটির প্রথমে লিড নেয়ার গোলটি সার্জিও অ্যাগুয়েরোর। অভিজ্ঞ ওই দুই সতীর্থকে যোগ্য সার্পোট জোগাতে পারেননি ডি মারিয়া। মিডফিল্ডার সালভিয়ো ও বিগলিয়ার পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচিং স্টাফদের অনেকেই। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরিবর্তন নিশ্চিত আর্জেন্টাইনদের প্রথম ১১ জনের দলে। প্রথম ম্যাচের দর্শক পাওলো দিবালাকে সুযোগ দিতে পারেন কোচ জর্জ সামপাওলি। আইসল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নামা হিগুয়েনকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার প্রথম একাদশে। তারকায় ঠাসা আক্রমণভাগ সত্ত্বেও সাফল্যে নেতৃত্বের বোঝা মেসির কাঁধেই থাকছে। বিশ্বকাপের সূচনায় পেনাল্টি মিসের যন্ত্রণায় সিক্ত বার্সেলোনা সেনসেশনের প্রত্যাশিত নৈপুণ্যে প্রত্যাবর্তনে থাকছে বাড়তি প্রেরণার রসদ। আন্তর্জাতিক জার্সিতে ক্রোয়েটদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পান বার্সা সুপারস্টার। দলটির বিপক্ষে ২ ম্যাচেই গোল করেন মেসি। তার পারফরমের কল্যাণে আর্জেন্টিনাও জিতেছে ওই দুই লড়াইয়ে!

 


আরো সংবাদ



premium cement