২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ফ্রান্সের চোখ অস্ট্রেলিয়ায়

-

অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার গ্রিয়েজম্যান বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ফ্রান্সের এ ফরোয়ার্ডের দাবিÑ তাদের অ্যাটাকিং জোন খুবই শক্তিশালী। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘রাশিয়াতে আমরা বিশ্বকাপ জয় করতেই এসেছি। এর বাইরে কিছু আমরা জানি না। এবং সেটা আমরা আমাদের স্টাইলে খেলেই সাফল্য পাব।’ শনিবার ফ্রান্সের সূচনা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার জানিয়েছেন, ইতোমধ্যে তারা উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি হয়েছেন। রাশিয়ার ওই ম্যাচের জন্যই মূলত তাদের প্রথম জয়ের টার্গেট। এরপর তারা এগোবেন একের পর এক। গ্রুপ পর্বের ম্যাচ সামনে রেখে তিনি দাবি করেন, ‘আমাদের আক্রমণ ভাগ অবশ্যই যেকোনো দলের ঘুম হারাম করে দেয়ার জন্য যথেষ্ট।’ দলের ম্যানেজমেন্টের সঙ্গে তার যে প্ল্যান নিয়ে কথা বার্তা হয়েছে সেটাতেও তিনি খুশি।
গ্রিয়েজম্যান বলেন, ‘আমি আমাদের প্ল্যান নিয়ে সন্তুষ্ট। আমরা যেভাবে এগোচ্ছি এতে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।’ নিজেদেরকে টুর্নামেন্টের আগেই ফেবারিট দাবি করেছেন। নিজেদের প্রথম ম্যাচের কথা তুলে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা ওই ম্যাচ জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করব। কারণ ওই ম্যাচে জয় পেলে আমরা গ্রুপ ১৬ এর কাছাকাছি চলে যাব।’ অস্ট্রেলিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওদের রক্ষণভাগ বেশ শক্তিশালী। তাদের দলে ভালো কিছু খেলোয়াড়ও রয়েছে। আমরা ওদের ভিডিও দেখেছি। আমরা আপাতত গ্রুপ পর্বের এ দলটার বিপক্ষে জয় নিয়েই বেশি কাজ করছি।’ ফ্রান্সের পরের ম্যাচ পেরু ও ডেনমার্কের সঙ্গে। গ্রিয়েজম্যান বলেন, অন্য প্রতিপক্ষদের বেশ ভালোই জানি। তবে আপাতত নজর দিতে চাই অস্ট্রেলিয়ার দিকেই।’

 


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল