২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

টিভি চেয়ে আর্জেন্টিনার কারাগারে অনশন

-

বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনাকে ছাড়িয়ে গেল লাতিন দেশ আর্জেন্টিনা। এ উন্মাদনা আরো প্রকট আকার ধারণ করেছে। বিশ্বকাপে মেসিদের খেলার জন্য আর্জেন্টিনার কারাবন্দীরা অনশন চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা কারা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে কারাগারে টেলিভিশন ক্যাবল সিস্টেম সংস্কার করা হোক।
বুয়েন্স আয়ার্সের ৮ শ’ মাইল দক্ষিণে পুয়ের্তো ম্যাড্রিন কারাগারের ৯ কারাবন্দীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাবল টেলিভিশন দেখা স্বাধীনতাবঞ্চিত বন্দীদের জন্য অপরিহার্য অধিকার। তিন দিন ধরে এটা একেবারেই কাজ করছে না এবং কর্তৃপক্ষও গা-ছাড়া ভাব দেখাচ্ছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো খাদ্য গ্রহণ করব না।’
কারাগার এলাকায় থাকা ক্যাবল সিস্টেমটি সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার পর তা সংস্কার করা হয়নি। এদিকে শুধু বিবৃতি আর অনশনই নয়, ওই ৯ বন্দী আর্জেন্টিনার আইন অনুসারে তাদের অধিকারের দাবিতে একটি মামলাও করেছে। এতেই টনক নড়েছে কারা কর্তৃপক্ষের।


আরো সংবাদ



premium cement