১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

আর্জেন্টিনায় নিঃসঙ্গ মেসি!

ম্যারাডোনা সতীর্থের সাপোর্ট পেয়েছেন : ক্যানিজিয়া
-

আর্জেন্টাইন জার্সিতে সাফল্য অর্জন লায়নেল মেসির জন্য অনেক বেশি কঠিন বলেই অভিমত দিলেন লাতিন জায়ান্ট দলটির সাবেক স্ট্রাইকার ক্ল্যাদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, সতীর্থদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার রেসে বার্সেলোনা তারকা বহু পিছিয়ে আছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চেয়ে। মূলত ওই একটি গরমিলই শিরোপা সাফল্যহীন মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার অব্যাহত থাকায় এক্স ফ্যাক্টর ভূমিকা পালন করছে বলেও দাবি করেন ক্যানিজিয়া। সাবেক এই লাতিন স্ট্রাইকার ম্যারাডোনার সতীর্থ হিসেবে নব্বই ও চুরানব্বইয়ের বিশ্বকাপে অংশ নেন।
সম্প্রতি ফিফাকে দেয়া সাক্ষাৎকারে ক্যানিজিয়া বলেন, ‘মেসির পাশে কেউ দাঁড়াতে পারেনি। একেবারেই নিঃসঙ্গ তিনি আর্জেন্টাইন জার্সিতে। তার চেয়ে অনেক বেশি সাপোর্ট সতীর্থদের কাছ থেকে পেয়েছেন দিয়েগো ম্যারাডোনা।’
ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা ত্রিশে পা রাখার আগেই জিতেছেন বার্সেলোনা সুপারস্টার লায়নেল মেসি। তবে এখনো তার কিছুই জেতা হয়নি আর্জেন্টাইন জার্সিতে। সর্বশেষ পাঁচ বছর খুব কাছে গিয়েও তাকে হতাশ হতে হয়েছে। তিনটি ফাইনালে (২০১৪ সালের বিশ্বকাপ ও ২ কোপা আমেরিকার ফাইনাল ) পরাজয়ের যন্ত্রণা কাঁধে নিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত লায়নেল মেসি। পর পর তিনটি শিরোপা নির্ধারণী লড়াইয়ের হার আসছে টুর্নামেন্টের ফেবারিটের রেস থেকে ছিটকে দিয়েছে আর্জেন্টাইনদের। রাশান আসরে লাতিন জায়ান্টদের বিশ্বকাপ দলে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠার মতো ফুটবলারের ঘাটতির বিষয়টি ক্যানিজিয়াও স্বীকার করলেন। যদিও তিনি এখনই হাল ছাড়তে রাজি নন; বরং সাম্প্রতিক সময়ের ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা সমন্বিত আর্জেন্টাইন আক্রমণভাগ জ্বলে উঠলে কোনো প্রতিপক্ষের রক্ষা হবে না বলে জানান ক্যানিজিয়া। তিনি বলেন, ‘আসছে বিশ্বকাপে আর্জেন্টাইনদের অ্যাডভ্যান্টেজ অ্যাট্যাকিং বিভাগ। আক্রমণভাগের প্রত্যেক সদস্যের নামই আতঙ্কে ফেলতে যথেষ্ট প্রতিপক্ষের রক্ষণভাগের সদস্যদের মধ্যে। তাদের বিবেচনায় জায়গা পাচ্ছে না জন্মভূমিতে হিগুয়েনকে নিয়ে সমালোচনার বিষয়। প্রতিপক্ষের ভাবনায় কেবল হিগুয়েন জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা ফ্যাক্টর। আমাদের রক্ষণভাগ এখনো পুরোপুরি নির্ভার নয়। তবে দুই-একটি পজিশনের যোগ্য ফুটবলার মিলে গেলে রাশিয়াতে সাফল্য অসম্ভব হবে না আর্জেন্টিনার জন্য।’
আসছে ২০১৮ সালের বিশ্বকাপের ২ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ-পর্বের প্রথম খেলায় ১৬ জুন লড়বে আইসল্যান্ডের বিপক্ষে। ‘ডি’ গ্রুপ থেকে নকআউটে ওঠার রেসে তাদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে আফ্রিকার লড়াকু দল নাইজেরিয়া ও ইউরোপের ক্রোয়েশিয়া।

 


আরো সংবাদ



premium cement

সকল