২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

উৎসব পর্যবেক্ষণ

-

প্রিয়জনের বার্ষিক বনভোজনে অংশ নেয়া আর দিনভর আনন্দে মশগুল প্রিয়জনদের খুঁটিনাটি অনেক বিষয় ধরা পড়েছে ক্যামেরা কুশলীর দৃষ্টিতে; যা নিখুঁতভাবে তুলে ধরেছেন শওকত আলী রতন
যে কথা বলছিলাম। ‘বার্ষিক বনভোজন-২০২০’। উচ্ছ্বাস- উদ্দীপনা আর হই-হুল্লোড়ের মধ্য দিয়ে পুরো একটা দিন কাটে প্রিয়জনের। দিনভর আনন্দ-উৎসবে গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক নয়া দিগন্তের কেন্দ্রীয় প্রিয়জনের আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজন। এবারের যাত্রা ছিল নৌপথে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মোহনা। বনভোজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়া কেন্দ্রীয় প্রিয়জনের সদস্যরা দিনভর যা যা করেছেন, তার পরিপ্রেক্ষিতে টক অব দ্য ডে তে স্থান পেয়েছে যে বিষয়। শাহ আলম শাহীনÑ মিনি কক্সবাজারখ্যাত নদীচরে ঘুরতে গিয়ে প্রিয়জনদের হারিয়ে ফেলেছিলেন তিনি। মাঝনদীতে তার খোঁজ পড়ল। মজার বিষয় হলোÑ তার নতুন মোবাইল নম্বর কারো জানা ছিল না। তার পর বহু খোঁজাখুঁজি শেষে জানা গেল প্রিয়জন রতনের মোবাইলটি তার কাছে আছে। প্রিয়জন রতনের মোবাইলটি তার কাছে থাকায় খুঁজে পাওয়া সহজ হয়েছিল। অ্যাডভোকেট শহীদুল ইসলাম আর তার সহধর্মিণী হাসিখুশি সবার প্রিয় লাভলী ভাবীÑ প্রিয়জনদের সুন্দর সুন্দর কথার মাধ্যমে সারাক্ষণ আনন্দের মধ্যে ডুবিয়ে রাখেন তারা। যিনি সাধারণত জ্ঞানগর্ব কথাবার্তা বলে থাকেনÑ প্রিয়জন ইদ্রিস আলী। মো: হুমায়ুন কবির শিমুলÑ চাঁদপুরের ইলিশের খোঁজ করতে গিয়ে যিনি প্রিয়জনদের নির্ধারিত ল মিস করেছেন। কাওছার আলীÑ শত ব্যস্ততার মাঝেও প্রিয়জনের বার্ষিক বনভোজন থেকে নিজেকে কখনোই দূরে সরিয়ে রাখেন না। অবিবাহিত জীবনের অবসান দিতে যে নাকি পাত্রির খোঁজে মগ্ন ছিলেন, তবু দেখা পাননি কাক্সিক্ষত সেই প্রিয় মানুষটিরÑ গোবেচারা সোয়ের ইব্রাহিম। সব সময়ই ক্যামেরার পেছনে থাকতে হয়, যে কারণে পত্রিকার পাতায় ছবি দেখা যায় নাÑ নেপথ্যচারী শওকত আলী রতন। কবি ফজলুল হকÑ এবার বনভোজনে যাকে চিন্তিত ও নীরব থাকতে দেখা গেছে। হয়তো ভাবী সাথে না থাকার কারণে। প্রিয়জনদের বার্ষিক বনভোজন শতভাগ সফলতার জন্য শুরু থেকেই আত্মতুষ্টি কাজ করে যাচ্ছেনÑ সবার প্রিয় ম্যান মাউন্টেন মো: নজরুল ইসলাম । প্রিয়জনদের জন্য সবসময় সফলতা কামনা করেন এবং তাদের সাথে থাকতে পছন্দ করেন প্রিয়জন সভাপতি হায়দার শাফি। প্রিয়জনের বনভোজনের সংখ্যাটি কিভাবে পাঠকদের সামনের ফুটিয়ে তুলবেন সে চিন্তায় অস্থির বিভাগীয় সম্পাদক সাহিদা শিল্পী।

 


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন

সকল