২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রি য় জ ন প ঙ ক্তি মা লা

-

সুফিয়ান আহমদ চৌধুরী
বিজয় এলো

বিজয় এলো রাঙা প্রভাতে
সূর্য হাসে রাঙা
বিজয় সুখে সবার মন
খুশিতে কী যে চাঙা।
বিজয় এলো ডাকছে পাখি
বসে গাছে সুখে
খোকা খুকুর আনন্দ কত
হাসি বয় মুখে।
বিজয় এলো গাঁয়ের চাষি
কাটে মাঠে ধান
বিজয় দিনে উল্লাসে তাই
ভোলে অভিমান।
বিজয় এলো সবার কণ্ঠে
জয় বাংলা জয়
স্বর্ণালি দেশ আলোয় হাসে
দূর হয় ভয়।

হাসান মাসুদ
বীরের জাতি

চারিদিকে খুন খারাবি
দেখছি কিছু বলছি না,
ন্যায়ের পথে চলতে হবে
শুনছি তবু চলছি না।
ভয়টা আমায় খাচ্ছে কুরে
করছি না কেউ প্রতিবাদ,
আসলে ভবে যেতে হবে
করছি না কেউ বাজিমাত।
দিচ্ছে সবাই নিচ্ছে লুফে
ঘুষনীতির সব বেশে,
চলছে পথ নদীর বাঁকে
বাড়ছে খ্যাতি সব দেশে।
স্বাধীন দেশের মানুষ হয়েও
স্বাধীনতার স্বাদটা কই?
বাঙালি তো বীরের জাতি
বাঙালির সেই জাতটা কই?


সুজন সাজু
স্মৃতি মাখা বিজয়

মা, মা,
যুদ্ধ দিনের বললে কথা
কিংবা বিজয় স্বাধীনতা,
দাও থামিয়ে, আবেগী হও
কেন তা, বলো না?
দেখি,
আঁখি কোণে জল টলোমল
কোন দুঃখে যন্ত্রণার ফল?
চাও অপলক, চুপটি করো
বলো কারণ, একি!
শুলে,
আদর মাখা ফুলের মতো
থাকলে ভাইটি বড় হতো,
যুদ্ধে গেছে ফুল ফোটাতে
স্বপ্ন বিজয় মূলে।
বোয়ালখালী

 

আবদুর রহিম খন্দকার
হেমন্তের দেশ

আকাশ দিলো চাঁদের হাসি
শিশিরে সুখ রাশি রাশি,
কৃষাণ পেল সোনার ফসল
মিষ্টি হাসি হেসে;
হেমন্তের এই দেশে।
ধান-শালিকের ওড়া-উড়ি
চিকন সুতোয় উড়ছে ঘুড়ি,
কৃষাণী তার মলিন কাঁথা
দেখছে মলিন বেশে;
হেমন্তের এই দেশে।
গাছি তাকায় খেজুর গাছে
আনন্দে তার দুচোখ নাচে,
দস্যি ছেলে হাওয়ায় ওড়ে
হাওয়ার সাথে মেশে;
হেমন্তের এই দেশে।

 

 

এইচ এস সরোয়ারদী
নিমন্ত্রণ

আমায় যদি দেখতে তোর
কখনো মনটা চায়,
বন্ধু তুই আসিস কিন্তু
আমার ছোট্ট গাঁয়।
হৃদয় ছেঁকে আদর দেবো
আলতা দেবো পায়,
চাঁদের হাসি মেখে দেবো
তোর সারাটি গায়।
ভাপা দেবো, ফিরনি দেবো
দেবো গোলাপ জুঁই,
লাল পেড়ে এক শাড়ি দেবো
আসিস যদি তুই।
কপালে টিপ পরিয়ে দেবো
দেবো আমার মন,
আসিস বন্ধু, আসিস কিন্তু
রইল নিমন্ত্রণ।
সোনারগাঁ, নারায়ণগঞ্জ


জয়নব জোনাকি
বিজয় এলো

এই পতাকা লাল-সবুজের তুলি দিয়ে আঁকা,
শহীদ ভাইদের ত্যাগে ঝরা রক্ত দিয়ে মাখা।
এই পতাকায় পেলাম খুঁজে বন্দী পাখির মুক্তি,
ডানা মেলে নীল আকাশে উড়ার স্বাধীন চুক্তি।
এই পতাকায় লেখা আছে মায়ের বর্ণমালা,
খুশির ঢেউয়ে ছুটল দূরে সাগর, নদীনালা।
এই পতাকায় ঘুমিয়ে আছে বুদ্ধিজীবীর আত্মা,
রক্ত নেশায় জেগে আছে খুনিদের প্রেতাত্মা।
এই পতাকার পটভূমি ইতিহাসে গড়া,
সাহস এবং শক্তি দিয়ে বীরের মতো লড়া।
এই পতাকায় বিজয় এলো এলো সুখের হাসি,
লাল-সবুজের এই পতাকা সবাই ভালোবাসি।
বসুন্ধরা, ঢাকা


নীলিমা শামীম
ভোরের শিশির

শিশির ভেজা দূর্বাঘাসে
মনময়ূরী হাসে,
স্নিগ্ধ সকাল ভেজা কেশে
আনমনা আবেশে!
লাল হলুদে মেলামেশা
উচ্ছ্বসিত আঁখি,
দুষ্টমিষ্ট টালবাহানায়
নীলিমায় মন রাখি!
চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement