২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বর্বরতা

-

শুদ্ধতার ছোঁয়া আজ কোথাও তো নেই
মানুষ হয়েছে বর্বর আজ প্রাচীন কালের,
হন্তারক পিতা আজ ঘৃণার সৌধে
সন্তান মারে আপন আদুরে হাতে,
মাথায় মগজে তার চতুষ্পদের মল।
নারীত্বে নারী আজ পঙ্কিলফুল
আপন দুহিতা তাই বারবণিতা
মাতৃআজ্ঞায়।
তবু সন্তান মুখ বুঝে সহ্য করে চতুর্ভুজী চাপ।
‘আমরা মানুষ’ - এ কথা বলতে
আজ বড় ঘেন্না লাগে।
পিতার দৃষ্টিসীমায় বলাৎকৃত সন্তানের লাশ,
অহেতুক বেত্রাঘাতে ক্ষত্রিয় পিতা
আহাজারি সন্তানের ত্রিলোক ভেদি
ঘুমন্ত লাশের শহর।


আরো সংবাদ



premium cement