১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

অস্তিত্বের পুনর্বাসন

-


বৃক্ষের নির্ভরশীল শাখাটি ঝড়ের তাণ্ডবে স্খলিত সমুদ্র অতলে,
রক্তাক্ত, স্থবির বৃক্ষের অক্সিজেন স্বল্পতায় প্রশাখারা অশ্রু জলে।
চড়ুই, শালিকের আবাসন হুমকির মুখোমুখি, স্তব্ধতায় নিঃশ্বাস
সুযোগসন্ধানী বিষাক্ত সর্প শেকড় মাঝে গড়েছে সুখের নিবাস।
বুকের মাঝে গর্ত করে কাঠঠোকরা স্বর্গ সুখ অনুভবে শান্ত
স্বর্ণ লতিকা নিখুঁতভাবে ঝাপটে আছে, শরীরটা বড্ড ক্লান্ত।
ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে বিবর্ণ, কর্তার সুশাসন প্রতীক্ষায়
ছড়াবে অক্সিজেন, রক্ষা পাবে পরিবেশ, শান্তি হবে আত্মার।
বরিশাল


আরো সংবাদ



premium cement