২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আগডুম বাগডুম কবিতা

-

নদীর ভাঙনে
আবুল হোসেন আজাদ

নদীর ভাঙনে ঘরবাড়ি গেছে
আজ ওরা গৃহহীন,
এখন ওদের একটাই দাবি
মাথাগোঁজার ঠাঁই দিন।

আছে যাতনায় নিয়ে পরিবার
নেই তিন বেলা ক্ষুধার খাবার
আধপেটা খেয়ে যেনতেনভাবে
চলে যায় বয়ে দিন।
উথাল নদীর পাড়ভাঙা ঢেউ
পাড়ের ভাঙন রোধে নাতো কেউ
ভিটেমাটি খুয়ে নিরুপায় ওরা
সহায় সম্বলহীন।

রাতের পরিবেশ
আবদুল কুদ্দুস ফরিদী

সন্ধ্যা নামে বকের ডানায় হাওয়ারা চুপচাপ,
আবির রাঙা সূর্যটা তাই বন্ধ করে ঝাঁপ।
আঁধার ঘনায় বনের কোলেÑ একটি দু’টি তারা
ঘোমটা খুলে মিটিমিটি তাকায় পলকহারা।
বনে তখন ফুল পাখিদের নীরব মাতামাতি,
নদীর তীরে ঝাউয়ের বনে শান্ত নিঝুম রাতি।
জোনাক জ্বলা রাত নিশীথে নিথর পাখির বাসা,
বনময়ূরীর বুকের ভেতর কি জানি কি আশা।
রাতের কালোয় কে যে করে অন্ধকারের পাঠ,
আঁধার করে থইথই থই মুখর বিজন মাঠ।
সোবহে সাদেক ঘনিয়ে এলে রাত্রি হবে শেষ,
দিনের আলোয় হারিয়ে যাবে রাতের পরিবেশ।


ফুলের দেশে
ছাদির হুসাইন ছাদি

ফুল রাঙালো ফুল রাঙালো
সকাল বেলা মন চাঙালো
প্রজাপতি এসে,
ফুলে ফুলে উড়ে উড়ে
সুবাস লোটে ঘুরে ঘুরে
রাঙা ফুলের দেশে,

ফুল রাঙালো ফুল রাঙালো
খোকা খুকির ঘুম ভাঙালো
গুন গুনা গুন গানে,
রাঙা গানের সুরে সুরে
মন হারালো স্বপ্নপুরে
মিষ্টি ভোরের পানে।


বৃষ্টি হলে
কবির কাঞ্চন

বৃষ্টি হলে গাছ হাসে
মাছ হাসে
হাসে বনের পাখি
ছুটি পেয়ে খোকা হাসে
খুকি হাসে
ভুবন হাসে নাকি।

বৃষ্টি হলে নদী ভরে
পুকুর ভরে
ভরে অলিগলি
সোনামণি সুখে হাসে
গহিন চরে
পরান ভরে
যেপথ দিয়ে চলি।

হেমন্তের ছবি
ইবরাহীম আদহাম

কুয়াশার চাদর গায়ে
শিশিরের নূপুর পায়ে
বাংলার মাঠজুড়ে
হাসছে আমন ধান।

বুক ভরা স্বপ্ন নিয়ে
চাষি তার কাস্তে নিয়ে
ছুটছে ধান ক্ষেতে
গাইছে সুখের গান।

প্রভাতে পুব আকাশে
রবিটা মুচকি হাসে
পাখিরা ছন্দে ছন্দে
শুনায় মধুর গান।

হেমন্ত আসলে ধরায়
এই বাংলার পাড়ায় পাড়ায়
পিঠাপুলির সুবাসে
জুড়ায় সবার প্রাণ।

তুচ্ছ
শামীম খান যুবরাজ

সাপের ছোট বাচ্চা এলো ছুটে
মুখখানা ফুটফুটে।

বললো ডেকে মাকেÑ
আমরা কি মা বিষাক্ত খুব
মৃত্যুকূপে দেয় নাকি ডুব
কাটলে যাকে তাকে।
এখন আমি নিজেই তো মা
পড়েছি বিপাকে!

মা বলে, ফের বিপদ কিরে
আসছে কি কেউ ধরতে?
কামড় খেয়ে মরতে!

বাচ্চা বলে, খাবার খেতে
জিহবা দিলাম কামড়ে
করব এখন কী যে!
নিজের বিষেÑ
মরব নাকি নিজে।

মা হাসে আর কয়,
তা কীরে আর হয়
নিজের বিষে কেউ মরে না
বুঝছ?
যাও খেলো গে
ভয় পেও না
ব্যাপার এটা তুচ্ছ।


আরো সংবাদ



premium cement