২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রি য় জ ন প ঙ্ ক্তি মা লা

-

আবদুর রহিম খন্দকার
বর্ষার কথকতা

ঝরোঝরো বৃষ্টি টুপ টাপ টুপ
চারিদিকে সাড়া নেই একদম চুপ।
রাখালের ছোটাছুটি এদিক ওদিক
গাংগুলো ঘোড়া হয়ে ছুটছে বিদিক।
মেঘকালো ঘনঘোর অগ্নি, ঈষাণ
উড়ছে নববধূর নবীন নিশান।
সেজেছে লাজুক লাজ কদমের ফুল
বরষার ঘনঘোরে নিয়ে সাদা চুল।


শরীফ সাথী
বর্ষাজুড়ে

বর্ষাজুড়ে ঘুরে বেড়ায়
আকাশে মেঘ দূরে,
মাঝে মাঝে টাপুর টুপুর
ঝরায় আবেগ সুরে।
ডোবা পুকুর ভরায় বৃষ্টি
অথৈ করে জল,
গাছগাছালি বৃষ্টি মাখে
গায়ে অনর্গল।
শীতল ছোঁয়ায় মেতে ওঠে
মাটির সবুজ বন,
মিষ্টি মধুর কণ্ঠে ফোটে
ব্যাঙের অবুঝ মন।

আল-মাসুদ হক মিঠুল
মেঘে ঢাকা উৎসব

তোমাদের বকুল ভালো লাগার দিনে,
আমার ভাঁটফুলের গন্ধ ভালো লাগে।
তোমাদের মেঘে ঢাকা উৎসবের দিনে,
আমি নির্দ্বিধায় ডুবি নদীর বুকে।
এভাবেই তো কেটে যাচ্ছে অনেকদিন...
তোমাদের বাগানে গোলাপ ফুটলেও
আমার বাগানে ফোটেনা কিছুই
শুধু ফুটছে আমার চোখ!
আভিজাত্যের দেয়াল তুলে
তোমাদের বিভেদ করার দিনে
আমি নেহায়েত সাধু প্রসন্ন মনে
বালুর দেয়াল তুলি।
তোমাদের নরম হাতের ছোঁয়ায়
সে দেয়ালের কী নির্মম পরিণতি!
ও মেয়ে শুনো!
তুমি আকাশ হয়ে যাও আমি তোমার বুকে উড়ি
কিংবা নরম মাটি হয়ে যাও একটা কবর খুঁড়ি!

শফিকুল ইসলাম শফিক
বর্ষা বিকেলে

বিভীষার অন্ধকারে লেখা তোমার চিঠি,
মনে হয় রেশমি নীলাম্বরে সরসীর মায়াভরা।
চিঠিটা যতবার পড়ি ততবারই বিস্মিত হই,
তোমার চিঠিতে লেখা, না পাওয়ার বেদনা?
একদিন কালবৈশাখীর কাঁপা কাঁপা ঝড়ে
বুনেছিলে তুমি অঙ্কুরোদগমহীন প্রেমের বীজ।
আমি তো জানি, কথাটা মানতে পারিনি বলেই
দুজনার মাঝে অসম দ্বন্দ্বের দেয়াল তুলেছো।
চিঠিটা হারিয়ে ফেলেছি কালের অতলে,
এ নিয়ে আর আফসোস করো না।
কথাগুলো মনের সুতায় বেঁধে রেখেছি অহর্নিশ,
তুমি চাইলেই শোনাব
কোনো এক শ্রাবণের বর্ষা বিকেলে।

হামীম রায়হান
বৃষ্টির গান

আকাশ কালো, লাগছে ভালো,
মেঘের ছড়াছড়ি,
নামবে ধারা, ভিজবে পাড়া,
ভিজবে ছনের বাড়ি।
যাচ্ছে উড়ে, ঐ যে দূরে,
সাদা বকের ঝাঁক,
গাছের শাখা, বৃষ্টি মাখা,
সব যে ভিজে থাক।
ঠাণ্ডা হাওয়া, দিচ্ছে ধাওয়া,
দুষ্ট মেঘের পালে,
ধাওয়া খেয়ে, মেঘের মেয়ে
বৃষ্টি ঝড়ায় খালে।
জাগে প্রাণ, বৃষ্টির গান,
আকুল করা তালে,
মেঘের ছানা, দিচ্ছে হানা,
নাচে কদম ডালে।

ফজলুল হক
দ্রব্যমূল্য

মাছ বাজারে মাছের দাম
শাক বাজারে শাক
হাঁস-মুরগি কিনতে গিয়ে
পাইনি কোন ফাঁক।
গরুর মাংস, খাসির মাংস
দুটোর দামই চড়া
মনে মনে ভাবলাম এবার
খাবো ডালের ভরা।
কিন্তু এবার পিয়াজ মশাই
দিবে কি আর ছাড়
দ্রব্যমূল্যের এ বাজারে
মানলাম আমি হার।


আরো সংবাদ



premium cement