২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

একনজরে এ বছরের হজ

-

হ আগামী ১০ আগস্ট সৌদি আরবের গণনায় ৯ জিলহজ তারিখে পবিত্র হজ পালিত হবে চাঁদ দেখা সাপেক্ষে।
হ এ বছর বাংলাদেশী হজযাত্রীর কোটা এক লাখ ২৮ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটা সাত হাজার ১৯৮ জন এবং গাইডসহ বেসরকারি কোটা এক লাখ ২০ হাজার জন।
হ সরকারি ব্যবস্থাপনায় দু’টি পাকেজে হজযাত্রী যাচ্ছেন। যার মধ্যে প্যাকেজ-১ এর মূল্য চার লাখ ১৮ হাজার টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য তিন লাখ ৪৪ হাজার ৩৮০ টাকা।
হ বেসরকারি এজেন্সিগুলো সরকারের প্যাকেজ-২এর আলোকে সর্বনি¤œ তিন লাখ ৪৫ হাজার ৮০০ টাকার প্যাকেজ ঘোষণা করেছে।
হ এ বছর সরকারি-বেসরকারি সব হজযাত্রীপ্রতি বিমান ভাড়া ধরা হয়েছে এক লাখ ২৮ হাজার টাকা।
হ ইতোমধ্যেই হজের চূড়ান্ত নিবন্ধন প্রায় শেষ হয়েছে।
হ এবার ৬০৪টি এজেন্সি হজযাত্রী ব্যবস্থাপনার জন্য নিবন্ধন করেছে।
হ প্রতি এজেন্সির হজযাত্রী পাঠানোর কোটা ১০০ থেকে ৩০০ জন।


আরো সংবাদ



premium cement