২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রি য় জ ন প ঙ ্ ক্তি মা লা

-

রুদ্র সাহাদাৎ
ভালোবাসা খুঁজি

ভ্রান্ত পথে নোঙর ফেলেছি
আদিনাথের পদচিহ্ন খুঁজি আদিপথে
সবুজ প্রকৃতিতে খুঁজি সবুজ ভালোবাসা।
প্রকৃতিপাঠে কখনো সোনাদিয়া, নাজিরারটেক,
কখনো হিমছড়ির ঝর্ণাধারা দেখি,
বাঁকখালী মোহনায় উড়ন্ত গাঙচিল দেখে
আমিও ছুটতে চাই,
দূর সীমানা পেরিয়ে বহুদূর...

তমসুর হোসেন
জ্বলছে মেদিনী

বাজারে কিছু রেখে অসতর্ক হলে
মুহূর্তে হাওয়া হয়ে যায়,
লাপাত্তা হয়ে যায়
মসজিদের বারান্দায় নতুন জুতো।
দানবাক্সের টাকাও চোরের নিকৃষ্ট
হস্তক্ষেপ থেকে নিরাপদ নয়
কবব থেকে গোলাপজলের খালি বোতল
অনেকে তুলে নিয়ে যায়।
গভীর রাতে গোরস্থানের পাশ দিয়ে
হেঁটে গেলে গা ছমছম করে
পথ ভুলে নিঃশব্দ শ্মশানে ঢুকে পড়লে
ভয়ে প্রাণপাখি উড়ে যেতে চায়
সেই গোরস্থান থেকে কবর খুঁড়ে
বজ্রপাতে মৃত কিশোরীর লাশ
অমাবস্যা রাতে চুরি হয়ে যায়।
কত নিচে নামবে মানুষ!
হিংসা আর প্রতিশোধের আগুনে
দাউ দাউ জ্বলছে মেদিনী।
ফুলবাড়ি, কুড়িগ্রাম

ঊষার মাহমুদ
ছুঁয়ে দেখা হলো না তোমায়

জীবিকার দৌড়ঝাঁপে
হেরেছি ভাগ্যের কাছে
ছুঁয়ে দেখা হলো না তোমায়,
কানে কানে হলো না তো বলা
‘আমি তিতাস পাড়ের ছেলে’
অসুস্থ শহরে অস্বস্তি উড়ছে
শব্দের নগরে কালো ধোঁয়া।
জলেজল মিশে যাচ্ছে বলে,
বোঝা যাচ্ছে না তিতাসের কান্না।
কুয়াশার ঠোঁটে মৃত্যুর সেøাগান,
রোদের গায়ে আজন্ম অমøান তুমি,
অভিমানি বকের বোবাকান্নায়
বিয়োগ ব্যথা কী করে সামলাই?
বাতাসও যেন থেমে গেছে
তোমার প্রস্থানে!
হে কবি, ভালো থেকো ওপারে
সবকিছুর ঊর্ধ্বে মহাকবি,
তুমি গোটা বাংলাদেশ।

নূর মোহাম্মদ দীন
প্রিয়মুখ

কতদিন হলো তোমায় বঞ্চিত করেছি-
প্রিয়মুখ দর্শন থেকে
গভীর নিমগ্ন আলাপন আর সুখ-চুম্বন থেকে
কতগুলো দিন আর রাত কেটেছে তোমায় রেখে
কতদিন শুনতে পাইনি তোমার অশ্রু ঝরার গান।
ভেবো না কাক ডাকা ভোর ফুটেছে দোয়েলের শিষে;
মন খারাপের গানগুলো শুনিনি একাকী বিরহে।
বরং ঝরাপাতার মর্মর শব্দে
ঘুম ভেঙেছে আমার- নির্ঘুম রাত।

দিপু খান
তবুও থেমে যাই

প্রভাতে সূর্যালো মুছে দেয় অন্ধকার
তীক্ষè হয় চোখের দৃষ্টিশক্তি,
চোখে পরে ঝলমলে রঙিন পোস্টার
উচ্চস্বরে আর্তনাদের শব্দটা
আঘাত হানে মনের গহিনে
তবুও আমরা থেমে যাই।
ঝড়ে ডানা ভাঙা পাখির মতো
তাকিয়ে থাকি দূর আকাশে,
প্রতিনিয়ত অনিয়ম জলোচ্ছ্বাসে
ভেসে যায় স্বপ্নের ফসল
রক্তলাল চোখে কালো গগলস নিয়ে
হাঁটতে থাকি নরম দূর্বাঘাসে
মেনে নেই সব কপালের লিখন
অথচ আমরা বায়ান্ন একাত্তরের বীর বাঙালি।
সিঙ্গাপুর

ফাতেমা তুজ জোহরা
স্বপ্নকথন

স্বপ্নজুরির দায়ে বন্দী হলাম আমি,
আমার স্বপ্নের চেয়ে তোমারটা যে দামি!
চাইতেই পারি আমি হতে তোমার মতই,
স্বপ্ন গড়ার ব্যর্থতায় চোখের জলের অথই।
স্বপ্ন পাবে না ছুটি তোমার আগমনে
ভাবব তোমায় আমার সেই সুখক্ষণে,
বয়স বাড়বে স্বপ্ন দেখার এবার
স্বপ্নহীন রাত্রি এবার থাকবে না তো বেকার।


আরো সংবাদ



premium cement
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ছোট বড় অসংখ্য খানাখন্দে ভোগান্তি বামনায় অবৈধ গাড়ির দাপটে গ্রামীণ সড়কের বেহাল দশা গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বরিশালে নয়া দিগন্তের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আজ লালমোহনের দালাল বাজার-লর্ড হার্ডিঞ্জ সড়কে সেতু নির্মাণকাজ শুরু দাগনভূঞা প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রবাসীর স্ত্রীর মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে বালিয়াডাঙ্গীতে বিএনপির আলোচনা সভা টর্চ লাইটের আলো চোখে পড়ায় বৃদ্ধকে পেটাল কিশোর গ্যাং

সকল