২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রি য় জ ন প ঙ ক্তি মা লা

-


সুমন আহমেদ
আমার আকাশটা

দীর্ঘ বছর যাবৎ- আমার শত আকাক্সক্ষার সুখময়
সীমাহীন বিশাল আকাশটা- প্রাণ খুলে হাসতে ভুলে গেছে...
নিদারুণ কষ্টের অসীম পাহাড় গড়ে- অঝোরে কাঁদতে
ভুলে গেছে; বৈরী বাতাস বয়ে যাওয়া গোধূলিলগ্নে রঙধনুর
সাতরঙে সাজতে ভুলে গেছে; ভুলে গেছে-
দুইয়ে মিলে এক হয়ে অনন্তকাল বেঁচে থাকার স্বপ্ন দেখা।
কেবল শুধু বেঁচে আছে, বুকফাটা আর্তনাদ বুকে নিয়ে- ভাষাহীন
বোবা পাথর হয়ে- পৃথিবী নামের মিথ্যা মায়াজালের সংসারে।

দিপু খান
ভুল করে থেমে থাকি

ভুল করে থেমে থাকি
রাত্রি শেষে ভোরের আলো
কড়া নাড়ে দরজায়
জেগে ওঠে ফুল
শুরু হয় জীবন যুদ্ধ
দুঃস্বপ্নের দিকে চেয়ে
হেরে যাই প্রতিনিয়ত।
পরিশ্রমী পিঁপড়ার ঘামের গন্ধে
দূরের মেকআপ পরা চাঁদের জোস্নায়
খুঁজি জীবনের রূপ
কিন্তু অমাবস্যায়, নৌকা ডুবির মতোই
হারিয়ে ফেলি জীবনের মানচিত্র,
নীলাকাশ হয়ে পরে ধূসর
শূন্য হয়ে পড়ে অবয়ব জীবনের পুঁজি।
সিঙ্গাপুর

সাকিব হাসান সানভী
আড়াল

ট্রেন ছেড়ে দিলে দূরত্ব বাড়ে
ক্রমশ ছোট হয়ে যায় ওরা
পরনের উজ্জ্বল লাল রঙের কামিজ-
খোলা প্রান্তের মধ্যে লাল বিন্দু!
একসময় হঠাৎ
বিন্দুটাও আর নেই।
লোহাগাড়া, চট্টগ্রাম

আরিফ হোসেন
তোমার চোখে

তোমার চোখে চোখটা ফেলে
বলব কথা আমি,
আমার কাছে তুমি হলে
হীরার চেয়ে দামি।
তুমি আমার মনের মানুষ
তুমি আমার সাথী,
তুমি আমার নীরব রাতে
আঁধার ঘরের বাতি।
তুমি আমার তীব্র রোদে
একটুখানি ছায়া,
তুমি আমার জীবনজুড়ে
ভালোবাসার মায়া।
তুমি আমার বর্ষাকালে
মাথার ওপর ছাতা,
তুমি আমার কলম দিয়ে
কাব্য লেখার পাতা।
তুমি আমার নিত্য ভোরে
ঘুম ভাঙানোর পাখি,
তুমি আমার স্বপ্ন দেখার
উজ্জ্বল দু’টি আঁখি।
তুমি আমার দিন-দুপুরে
বাঁকা ঠোঁটের হাসি,
তুমি আমার কদমতলে
মিষ্টি-মধুর বাঁশি।
তুমি আমার মনের ঘরে
কত্ত রকম আশা,
তোমায় নিয়ে জমবে আমার
মধুর ভালোবাসা।
ভিক্টোরিয়া সরকারি কলেজ

হামীম রায়হান
মায়ের জন্য

দেখলে মায়ের মুখ,
দুঃখগুলো পালিয়ে গিয়ে
নাচে আমার বুক।
মায়ের মুখের ভাষা,
শুনলে পরে জুড়ায় প্রাণ,
মেটে মনের আশা।
মায়ের চোখের দৃষ্টি,
কী অপরূপ মায়ায় ভরা
যেন স্নেহের বৃষ্টি।
মায়ের মুখের হাসি,
দেখলে নামে মনের ভেতর
সুখ যে রাশি রাশি।
মায়ের হাতের পরশ,
পেলে তবে এক নিমেষে
পালায় যত হরষ।
মায়ের কড়া শাসন,
দিলো আমায় এ পৃথিবীর
শ্রেষ্ঠ প্রাণীর আসন।

আসাদুজ্জামান আসাদ
একাকিত্ব জীবন

আঁধার রাত
মিটি মিটি আলোর পাখি জ্বলছে
ডাকছে হুতুম পেঁচা।
অদূরে শিয়ালের ডাক, নেই পায়ের ঠক ঠক শব্দ
আমার হৃদয় প্রকম্পিত।
আমার পাশেই যুবক, হাতে পিস্তল
ছোট কালো যন্ত্রটি, বড়ই ক্ষমতার অধিকারী।
ক’কদম সামনে, যমের দৈত্য যুগল
আত্মসর্মপণের নেই কোনো সুযোগ।
আমার প্রতিবেশী,
সে তো প্রতিহিংসার আগ্নেয়গিরি
কামারের হাঁপরের মতো
ওঠা নামা করছে হৃদয়
পাশে নিস্তব্ধ কবর, সাড়া শব্দহীন পৃথিবী
বড়ই নিদারুণ সঙ্গীহীন জীবন
সান্ত্বনা একটাই পার্থিব জীবনের কর্মফল
সুপ্রিয় সাথী একাকিত্ব জীবনে।
পঞ্চগড়


আরো সংবাদ



premium cement