২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সাইকেল এলো কেমন করে

-

তোমরা তো সবাই সাইকেল চালাতে ভালোবাস, কিন্তু একবার কি ভেবে দেখেছ যে, এই মজার সাইকেল এলো কেমন করে? ১৮১৭ সালের কথা। একজন জার্মান ভদ্রলোক ব্যারন ভন ড্রেইজ এক দিন একটা হাঁটার মেশিন নিয়ে বেড়াতে এলেন রয়েল গার্ডেনে। দু’টি সমান আকারের চাকা, সামনের চাকাটা ঘোরানো যায়। দু’টি চাকা একটা কাঠের ফ্রেমে লাগানো। মাটিতে পা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে সেই হাঁটার মেশিন চালাতে হয়। ওটাই আমাদের আদি বাইসাইকেল। তখন সে সাইকেলে না ছিল কোনো প্যাডেল, না ছিল চেইন। তাই পা ঘুরানোর প্রশ্নই উঠত না। সেটাই ছিল মানুষচালিত প্রথম যানবাহন। বলা বাহুল্য, সে যানবাহনটি ছিল কাঠের তৈরি। ড্রেইজের তৈরি সেই যানবাহনটির নামও সেকালে দেয়া হয়েছিল ডেইজেন, যার অর্থ ছিল সখের ঘোড়া। ঘোড়ার মতোই তাতে চড়ে মাটিতে ধাক্কা দিয়ে দিয়ে চলতে হতো। তবে সে যানবাহনের চলাচল কেবল ওই উদ্যানের ভেতরেই সীমাবদ্ধ ছিল, পথে চলত না। ১৮৬৫ সালে এসে সাইকেলে প্যাডেল যুক্ত হয়। তাতে সাইকেলের গতি বেড়ে যায়। তবে তখনো সাইকেল ছিল কাঠের তৈরি। ১৮৭০ সালে আসে ধাতুর তৈরি বাইসাইকেল। তবে তোমাদের জন্য অর্থাৎ ছোটদের জন্য সাইকেল আসে প্রথম বিশ্বযুদ্ধের পর।

 


আরো সংবাদ



premium cement