২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আগডুম বাগডুম কবিতা

-

পাখির মেলা
মোহাম্মদ নূর আলম গন্ধী

পরিযায়ী পাখির মেলা
বসছে নদীর বাঁকে
হাওর-বাঁওড় বিলে-ঝিলে
উড়ছে ঝাঁকে ঝাঁকে।

অপরূপ ওই রূপের খেলা
দেখতে লাগে বেশ
দৃষ্টি কাড়ে বারে বারে
আহা কি আবেশ।

পাখির মেলা সারাবেলা
কলরব তাই ভাসে
শীত এলে পাই তাদের দেখা
মন খুশিতে হাসে।

নিরাপদে রাখি সবে
পাখির আবাস-স্থল
প্রকৃতি ও পরিবেশে
আসবে যে সুফল।

শীত শীত
শাহজাহান মোহাম্মদ

শীত শীত এলো শীত
কুয়াশায় ঢাকা বন
সূর্যটা আড়ি নিয়ে
লুকোচুরি সারাক্ষণ।

কাঁপনিতে আলো-আঁধার
মেঘেদের লজ্জা
পথে ঘাটে পথশিশুর
নেই সাজসজ্জা।


বাহারি শখ
নুশরাত রুমু

শখের বাহার দেখি কত
নেইকো শখের শেষ
শখের বশে টিকিট জমায়
দিন কেটে যায় বেশ।

আকাশেতে ওড়ার শখ
পাখির মতো করে
সূর্যোদয়টা দেখবে বলে
ওঠে অনেক ভোরে।

কারো শখ ছবি আঁকা
কারো ছবি তোলা
কেউ বা আবার শখের বশে
সাজে আত্মভোলা।

সবার মনে শখ যে বেড়ায়
সবাই খোঁজে সুখ
পূরণ করা না গেলে সে
কেঁদে ভাসায় বুক।


পাকা ধানের দৃশ্য
সৈয়দ মাশহুদুল হক

দুঃখের দিন শেষ হয়েছে
সুখ খুলছে দোর
মাঠে মাঠে হাওয়ায় দুলে
পাকা ধানের থোড়।

দলবেঁধে আজ কৃষাণেরা
কাটছে পাকা ধান
গাঁয়ের ঘরে সুখ-আনন্দ
করছে কলতান।

ঘরে ঘরে কৃষাণ বধূর
নাই ফুরসত আজ
পিঠেপুলি গড়ছে সবাই
করছে কারুকাজ।

বাপের বাড়ি আসছে বেটি
বইছে খুশির বান
সঙ্গে করে আনছে জামাই
হরেক মিঠাই পান।

পাড়াগাঁয়ে নাই কারো আজ
গোমড়া-বেজার মুখ
আমন ধানের দৃশ্য দেখে
ফুলছে সবার বুক।

খুকুর যত বায়না
দিলারা সামস্ দিলু

সোনামণি ঘুমিয়ে আছে ছোট্ট খাটে ঐ
সোহাগ ¯েœহের পরশ দিয়ে পাশে জেগে রই
আদর করে নানুমণি নাম রেখেছে ময়না
ঘুম ভাঙলেই শুরু করে হরেক রকম বায়না ।
ফুল পাখি প্রজাপতি, হাজার ফলের নাম
একই গাছে ফলাতে চায় আম আর জাম
আঁকবে ছবি রঙতুলি আর চাই পেন্সিল
শ্যামল দেশে সবুজ ছবি রঙধনু বর্ণিল ।


আরো সংবাদ



premium cement