১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জীবাণুর বাচ্চা

-

আনু আপা বললেন, ‘ছি তুলি, তুমি ময়লা খাচ্ছ!’
কাসের সবাই তুলির দিকে তাকাল।
তুলি দাঁতে নখ কাটছিল। তা দেখে সবাই হাসল।
আনু আপা সবাইকে হাসি থামাতে বললেন।
হাসি থামলে আপা বললেন, ‘তুলিকে নিয়ে হাসছ কেন? তোমরা অনেকেই এ কাজটি করো।’
আপার কথায় অবাক হয়ে তার দিকে তাকাল সবাই।
‘দাঁতে নখ কাটতে নেই। তাহলে নানা রকম রোগ হতে পারে।’ একটু থেমে আপা বললেনÑ ‘কেমন করে রোগ হতে পারে জানতে চাইলে না?’
‘কেমন করে?’ সবাই একসাথে জানতে চাইল।
‘আমরা দুই হাতে নানা কিছু ধরি। তখন হাত বা নখে ময়লা লেগে যেতে পারে। সেই ময়লাতে নানা রকম অণুজীব থাকতে পারে।’
‘অণুজীব কী?’
আনু আপা মুচকি হেসে বললেন, ‘এই তো মেধাবী ছেলেমেয়েদের মতো প্রশ্ন।’
আনু আপা ব্ল্যাকবোর্ডে কয়েকটা ছোট ছোট ছবি আঁকলেন।
দিপু জানতে চাইলÑ ‘এগুলো কিসের ছবি আপা?’
‘এগুলো অণুজীবের ছবি।’
‘এইটুকু জীব কী করে রোগ তৈরি করবে!’ মীম হেসে বলল।
মীমের কথায় বাকিরাও হাসতে শুরু করল।
আপা বললেন, ‘বোকার মতো কেউ হাসবে না।’
হাসি থামাল সবাই।
‘অণুজীব হলো অতি ছোট রোগজীবাণু। এই রোগজীবাণুরা হাত বা নখের কোণে জমে থাকা ময়লায় ডিম পাড়ে।’
পিয়াল অবাক হয়ে প্রশ্ন করলÑ ‘এইটুকু জীবাণুর ডিম তো দেখাই যাবে না।’
আপা বললেন, ‘তুমি ঠিক বলেছ পিয়াল। শুধু ডিম কেন, অণুজীবদেরও খালি চোখে দেখা যায় না।’
‘এই রোগজীবাণুরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নামে পরিচিত। এদের ডিম থেকে বাচ্চা হয়। জীবাণুর বাচ্চা।’
কাসের সবাই মনোযোগ দিয়ে আনু আপার কথা শুনছে।
‘হাত ভালো করে না ধুয়ে কিছু খেলে এই জীবাণুরা আমাদের পেটে ঢুকে যেতে পারে।’ একটু থেমে আপা জানতে চাইলেনÑ ‘বলো তো, জীবাণুরা পেটে ঢুকে গেলে কী কী রোগ হতে পারে?’
‘কী রোগ?’Ñ জানতে চাইল সবাই।
‘জীবাণুরা আমাদের পেটে ঢুকেও ডিম পাড়তে পারে। ডিম থেকে আরো জীবাণুর বাচ্চা হতে পারে। জীবাণু বেড়ে আমাদের পেটে অসুখ বাধাতে পারে।’
‘হ্যাঁ, দু’দিন আগে আমার পেটব্যথা হয়েছিল।’ দিপু বলল।
আনু আপা বললেন, ‘শুধু পেটব্যথাই নয়, ডায়রিয়া, জ্বর, কৃমি, জন্ডিস, বমি হওয়া বা বমি বমি ভাব হতে পারে।’
‘এ মা, তাই নাকি’? পিয়াল অবাক হলো।
‘আজ সবার নখ দেখব।’ বলে একে একে সবার হাত দেখলেন আনু আপা।
‘সবাই নখ কাটবে। কোনোভাবেই নখ বড় হতে দেয়া যাবে না। নিজে না পারলে মাকে বলবে। বাবাকে বলবে। অথবা বাসার বড়দের বলবে।’
জিতু বলল, ‘আপু আমার নখ কেটে দেয়।’
‘আমার নখ দাদু কেটে দেয়।’ তিতির বলল।
‘নিজেদেরও অভ্যাস করতে হবে। ব্লেডে নখ কাটবে না। তাহলে হাত কেটে যেতে পারে। শুধু নখ কাটলেই চলবে না। খাওয়ার আগে, টয়লেট থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। তাহলে জীবাণু পেটে ঢুকতে পারবে না। রোগও হবে না। আর রোগ না হলে নিয়মিত লেখাপড়া করে পরীক্ষায় সবাই ভালো করতে পারবে।’ একটু থেমে আনু আপা বললেনÑ ‘কী, মনে থাকবে সবার?’
‘মনে থাকবে।’
আনু আপা তুলির কাছে জানতে চাইলেনÑ ‘তুলি, আর দাঁতে নখ কাটবে না তো?’
তুলি লাজুক গলায় বলল, ‘না।’


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল