২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাকে নিয়ে সুফিয়ান আহমদ চৌধুরীর একগুচ্ছ ছড়া

-

মায়ের মায়া

কান্না মনে কান্না চোখে
আসে না ঘুম রাতে
মায়ের ছবি মনে পড়ে
মা যে আমার সাথে।
আমার প্রিয় খাবারগুলো
রাখেন তিনি আগে
নেই তিনি আজ
তাই দুখের ছায়া ভাগে।
মায়ের মায়া মায়ের ছায়া
দেখি না আশেপাশে
ভাবনায় খেই হারিয়ে যায়
মাকে ভালোবেসে।
বুকটা ভরা মায়া মায়ের
যায় না ভোলা আজ
মা থাকতেন ব্যস্ত খুবই
নিয়েই শুধু কাজ।


মায়ের জন্য

বাবার মায়া বাবার ছায়া
মায়ের কাছে পাই
শৈশব আর কৈশোর বেলা
কেমনে ভুলে যাই।
সেই সোনালি দিন আজও
এই প্রবাসে খুঁজি
মায়ের সাথে মায়ের পাশে
মনটা রয় বুঝি।
মায়ের জন্য দোয়াটা তাই
সবার কাছে চাই
মায়ের মতো মায়াটা আর
কোথায় গেলে পাই।

 

মায়ের আঁকি ছবি

ছড়ার পাতায় ছড়ার খাতায়
মায়ের আঁকি ছবি
মায়ের মায়ায় মায়ের ছায়ায়
হলাম আমি কবি।
কিশোর বেলায় লেখার নেশায়
জড়িয়ে আমি যাই
মায়ের আদর লেখায় আমার
প্রেরণা খুব পাই।
আজও লেখায় ভীষণ নেশায়
প্রবাসে দিন যায়
মা’র মমতা পড়ছে কেমন
পড়ছে মনে হায়।
মায়ের অসুখ খবর শুনেই
দুখের ছায়া ঘিরে
কেমন কেমন মনটা আমার
মায়ের কাছে ফিরে।
মনে পড়ে মাকে

মা যে নেই শূন্য ঘর
চোখে জল ঝরে
মা’র কথা মনে হলে
দুখে মন ভরে।
মা’র মায়া মা’র ছায়া
পাশে দেখি রোজ
মন খুঁজে চোখ খুঁজে
করে মাকে খোঁজ।
তুলি আঁকে মনে আঁকে
আঁকে ছবি আঁকে
ভালোবাসা ফুল ঘ্রাণে
মনে পড়ে মাকে।
ধোপাদীঘির পূর্বপাড়, সিলেট


আরো সংবাদ



premium cement