২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আগডুম বাকডুম কবিতা

-

প্রাণজুড়ানো হাসি
সৈয়দ মাশহুদুল হক

খোকা বাজায় পাতার বাঁশি
দোয়েলে দেয় শিস
বিড়াল ছানা দু’পা তুলেই
জানায় যে কুর্নিশ।

পায়রা ডাকে বাক বাকুম
টিয়া নাড়ায় নোলক
গাছে ঠুকে কাঠঠোকরাও
বাজায় যেন ঢোলক।

গয়না পরা ময়না এসে
যেই না ধরে গান
পাতার বাঁশি রেখে খোকন
হেসে হয় খানখান।

টিয়া বলে সাবাস খোকন
রাখো পাতার বাঁশি
তারচেয়ে ভালো হাসতে থাকো
প্রাণজুড়ানো হাসি।

হেমন্ত যেই এলো
পৃথ্বীশ চক্রবর্ত্তী

হেমন্ত আজ শিশির ভেজা পায়ে
হালকা শীতের চাদরখানা গায়ে
এলো আমার বাংলাদেশের গাঁয়ে।

হেমন্ত যেই এলো ধানের ক্ষেতে
ধান ও ছড়া সোনায় গেল গেঁথে
ম ম গন্ধে উঠল পরাণ মেতে।

হেমন্ত তাই সব কৃষকের কানে
মন্ত্রণা দেয় ছুটতে মাঠের পানে
কৃষকবধূ মুগ্ধ সোনা ধানে।

হেমন্ত আজ দুঃখ নিলো হরে
ধানে ধানে উঠল গোলা ভরে
সুখ ও শান্তি এলো ঘরে ঘরে।

হেমন্তে আজ
আবদুল কুদ্দুস ফরিদী

হেমন্তে আজ মাঠে মাঠে রঙিন রূপের মেলা,
ধানের ক্ষেতে পুবাল হাওয়ার কি অপরূপ খেলা।
সোনালি রঙ ধান পেকেছেÑ ব্যস্ত কৃষক মাঠে,
পূরবীতে সুর উঠেছে নদীর খেয়া ঘাটে।
জোছনাধোয়া রাতের আকাশ-বাঁশির শিরিন সুরে,
প্রতিধ্বনি জেগে ওঠে মাঠের ওপার, দূরে।
সবুজ সবুজ কাজলরেখায় গ্রামগুলো ঝলমল,
সেখানে আজ নবান্ন, তাই খুশিতে টলমল।
হচ্ছে পায়েস, পিঠা-পুলি নবান্ন উৎসবে,
খুশির দোলায় মাতোয়ারা ছেলে-বুড়ো সবে।
মৌজ উঠেছে ধানের ক্ষেতে, বাড়ির আঙিনায়,
ধানের বাসে পানরাঙা ঠোঁট খুশিতে উছলায়।
সকাল দুপুর সন্ধ্যা কাটে, কাটে খুশির রাত,
কিষান বধূর মনে জাগে আনন্দ মৌতাত।
হেমন্ত আজ বাংলাদেশে এনেছে সওগাত,
দুগ্ধধবল আলোয় ভরা সোনালি প্রভাত।


মধুর শৈশব
সিত্তুল মুনা সিদ্দিকা

বৌচি খেলার সময়টাকে, যায় কি এখনো ভোলা?
মধুর আমার শৈশবটা তাই মনে লাগালো দোলা।
পাড়ার শিশুরা বিকেল হলে খেলতো লুকোচুরি খেলা,
লুকোনোর জন্য প্রিয় পরিসর শূন্য ধানের গোলা।

নিজের হাতে যতন করে বানিয়েছি মাটির হাঁড়ি,
সামান্য অমতে অভিমান করে চলেই যেতাম বাড়ি।
শুকনো সুপারি পাতায় করে টেনেছি কতো গাড়ি!
রাগ করে তাই কনিষ্ঠ আঙুলে নিয়েছি শত আড়ি।

কলার ভেলায় চড়েই আবার পার হয়েছি ঝিল,
হাডুডু খেলার ফাঁকে কতো হয়েছে মতের অমিল।
চড়–ইভাতি করতে সবার ছিল মনের মিল,
শাপলা আনতে ছুটেই যেতাম দূরের কোন বিল।

হেমন্ত
মুহাম্মদ মাসুম বিল্লাহ

ক্ষেত ভরেছে শস্যদানায়
মন ভরেছে কিসে?
বাড়ির উঠোন সাজলো যখন
আমন ধানের শীষে।

সেই খুশিতে হাসল কিষাণ
ধরলো সুখের গান
নতুন ধানের গন্ধে ভীষণ
নামলো খুশির বান।

হেমন্ত যে পড়ল এসে
ফসল কাটার ধুম
সঙ্গে আসা হিম বাতাসে
নামলো চোখে ঘুম।

নতুন চালের ক্ষীর পায়েসে
জমলো নতুন ভোর
শিউলি ফুলের মাতাল ডাকে
খুলল খুকি দোর।


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল