২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রি য় জ ন পঙ্ক্তি মা লা

-

ওয়ালীউল্লাহ
যন্ত্রণার আধার

ভেতরে কষ্ট লুকিয়ে রাখাটাও
দ্বিগুণ যন্ত্রণার ব্যাপার।
কিছু কিছু কষ্টেরা এমন হয়
শত চেষ্টাতেও বরদাস্ত করা যায় না
যায় না বেমালুম ভুলে থাকা।
ভেতরটাকে উইপোকার মতো কুরে কুরে খায়।
আর দেহমনে একটা তুষের আগুন
জ্বলতে থাকে ধিকিধিকি;
কর্মহীনতা অথবা নির্জনতা পেয়ে
বহুগুণ বেড়ে যায় আক্রমণ।
বাজারে নেই এ যন্ত্রণার উপশম।
ডাক্তার, কবিরাজ, ঝাড়ফুঁক,
কিছুতেই কিচ্ছু হয় না এদের
অগত্যা যন্ত্রণাদগ্ধ মানুষের জীবন কাটে
মুমূর্ষু রোগীর মতো।
মানুষ মাত্রই যন্ত্রণার আধার
সুস্থ মস্তিষ্ক নিয়ে বেঁচে আছে
অথচ যন্ত্রণা তাকে স্পর্শ করেনি,
পৃথিবীতে এমন মানুষ কই!
চালাকচর টেকপাড়া, নরসিংদী

সুমন আহমেদ
অভিমানী এই শহরে

তুমিহীন আলোবিহীন রঙশূন্য অভিমানী এই শহরেÑ
এখন আর প্রকৃতি সাজে না নতুন সাজে,
বর্ষার আকাশ সাজে না, আষাঢ়ের রোদেলা বৃষ্টিতে।
পূর্ণ যৌবনে রমণীয় সাজÑ সাজতে ভুলে গেছে কদম কেয়া;
রিমঝিম সুর বাজে না বৃষ্টি ফোঁটায়Ñ ঝরা হৃদ আঙিনায়,
বিষণœ হাহাকারে পুড়ে পুড়ে ছাই অসহায় বুকের জমিন।
আজ কতদিন আমার শূন্য গগনজুড়ে দেখি নাÑ
তোমার প্রতিচ্ছবি; যেন শতাব্দী যুগ, রঙধনুর সাত রঙে
সাজে না শরতের আকাশ তুমিহীন অভিমানী এই শহরে।
প্রিয়জন নরসিংদী


আব্দুস সালাম
অমৃতের সন্ধানে

শত জনমের লালিত স্বপ্নের ভালোলাগার
অদৃশ্য পুষ্পে; ডালি সাজিয়ে আমার চেতনার
ঘুম ভাঙিয়ে দাও, কোমল পরশে
বড্ড অচেনা মনে হয় তোমাকে!
মনে হয় কোনো ভিন্ন জগতের সুখ অন্বেষণকারী
সুখের আধারের দেখা পেয়ে ছুটে এসেছে,
অমৃতের সন্ধানে।
স্থায়ী প্রশান্তি প্রাপ্তির ব্যর্থ প্রচেষ্টায়
পৃথিবীর সব ক্লান্তির ভারে ন্যুব্জ হয় অতৃপ্ত হিয়া;
ক্লান্তিকে বিশ্রাম দিতে যখন আলোর প্রহর
আঁধারের বেশে নেমে আসে আঙিনায়
তখনই ভিন্নরূপে ভিন্ন স্বাদে আবার আবির্ভূত হও
অমৃতের সন্ধানে।
তুমি বুঝলে না, কভু খুঁজলে না বুকের ভেতরে
কিসের প্রতীক্ষায় আগলে আছি প্রশান্তির উপহার।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা

মু. দিদারুল আহসান
যদি কখনো

যদি মাঝরাতে ঘুমের ঘোরে
অযাচিত কোনো স্বপ্ন দেখে
চমকে ওঠো তুমি,
ভেবে নিও কষ্টের নীল আকাশে
ডানা ভাঙা পাখির মতো,
সান্নিধ্য পেতে ব্যাকুল আমি।
যদি কখনো শীতের সকালে
খালি পায়ে শিশির ভেজা ঘাসে,
হেঁটে বেড়াও তুমি,
ভেবে নিও হিমেল হাওয়ায়
অতি সংগোপনে মুগ্ধতার
পরশ বুলাচ্ছি আমি।
যদি কখনো পড়ন্ত বিকেলে,
আনন্দঘন মুহূর্তে নিজেকে
একলা ভাবো তুমি,
বাঁধভাঙা উচ্ছ্বাসে প্রতিচ্ছায়া হয়ে,
প্রেরণার পিদিম জ¦ালিয়ে,
তোমার পাশে রব আমি।

পলাশকুণ্ড
বন্যা আর নদী ভাঙার খেলা

তলিয়ে গেছে দাঁড়িয়ে থাকা ঘরদোর
নিশ্চিহ্ন এক পায়ে দাঁড়ানো টিউবওয়েলটি
পানি গিলেছে গোলাভরা ধানের ঘর
ডুবে মরেছে আদরযতেœ পোষা খাসিটি!
নদীর সীমানা হয়েছে আকাশতুল্য
অন্ন বস্ত্র বাসস্থান কোনোটাই নেই
সত্তা নেই মন নেই, নিথর দেহ মিলল
চোখের সামনে সব ঘটল কিন্তু উপায় নেই!
বন্যা আর নদী ভাঙার খেলায় কূল নেই
ডুবন্ত লাশের হিসাব নেই পানির কাছে
বন্যায় ভাসছে মানুষ পশু সম্পদ সেতু
হে নদী, সত্তা বাঁচাবে মানুষ কার কাছে?
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেখ ফিরোজ
জীবন মানে

আমার কাছে জীবন মানেÑ স্বপ্ন দেখা;
বর্তমানের খেরোখাতায় কাব্য লেখা।
জীবন মানেÑ বৈতরণীর হালটি ধরা,
জীবন মানেÑ অশুদ্ধতায় আঘাত করা।
প্রিয়ার চোখে চোখটি রেখে হারিয়ে যাওয়া,
তীব্র স্রোতের প্রতিকূলে নৌকা বাওয়া।
বাঘের মুখের আহার হয়েও আঘাত করা,
সূর্যটাকে হাতের মুঠোয় আঁকড়ে ধরা।
জীবন মানেÑ নিরাগঙ্গোর তপ্ত লাভা,
সালোক থেকে আলোক নেয়া সূর্যের আভা।
জীবন মানেÑ জীবন দিয়ে জীবন কেনা,
আঁধার রাতে সুবাস দেয়া হাস্নাহেনা।
রক্ত চক্ষু উপড়ে ফেলে নিপাককে দূর,
জীবন মানেÑ জীবন কেনার সংগ্রামী সুর।
আমার কাছে জীবন মানেÑ স্বপ্ন আঁকা,
জীবন মানেÑ মৃত্যুর পর বেঁচে থাকা।


আরো সংবাদ



premium cement
ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের

সকল